পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ>b" দেবগণের মর্ত্যে আগমন কিছু দূরে যাইয়া কাশী বাবু কহিলেন “সম্মুখে দেখা যাচ্চে—লোকেমটিভ আফিস। ঐ স্থানের উপরে ও নীচে দুই তিনটী আফিস আছে। ঐ যে গেট দেখিতেছেন, উহারই ভিতর দিয়া ওয়ার্কসপে যাইতে হয়।” এখান হইতে কিছু দূরে যাইয় তাহারা দেখেন, কতকগুলি লোক রাস্তায় দাড়াইয়া রোদন করিতেছে । একজন বলিতেছে, “পুত্রের অন্নপ্রাশনের সমস্ত প্রস্তুত, কিন্তু ছুটী পেলাম না । ব’ল্পে বলে—ছেলের মুখে আবার শুভক্ষণে অন্ন দিবে কি ? খেতে শিখলে আপ্লিই হাতে ক’রে থাবে ” আর এক ব্যক্তি কহিল আগামী পরশ্ব মাতার শ্রাদ্ধ। মৃত্যুকালে মার চরণ দর্শন অভাগার ভাগ্যে ঘটে নাই। এক্ষণে ছোট ভাই সমস্ত আয়োজন করে আমাকে যেতে লিখেছে। কিন্তু ছুটি চাইলে বলে কি জান— তোমার ভাই আছে যখন, সেই সব ক’বে, তুমি আবার কি ক’তে যাবে ? যদি যাও একেবারে যেতে পার ।” আর এক ব্যক্তি উচ্চরবে কাদিয়া কাহল “ওমা মাগো ! প্রাণ যায় যে ! আহা ! আমার কনিষ্ঠ ভ্রাতা ক্রমান্বয়ে পত্র লিখুচে দাদা ! মাকে গঙ্গাযাত্রা করান হয়েচে । তিনি ২৪ দিন বাচেন কি না সন্দেহ। তাহার একান্ত ইচ্ছা অন্তিমকালে একবার আপনাকে দেখেন । অতএব পত্রপাঠ সত্বর আসিবেন, কোন মতে বিলম্ব করিবেন না ; কিন্তু ছুটি দিচ্চে না ব’ল্পে বলে—এ বৎসর পীড়ায় তোমার সাত দিন কামাই থাকায় ছুটী পেতে পার না। তবে যদি একেবারে কৰ্ম্ম পরিত্যাগ ক’রে চলে যেতে পার তো যাও। উঃ ! কি করি ?—আমার দেখুচি ত্রিশঙ্কুর রাজার স্বৰ্গারোহণ হ’লে । না গেলে মাকে দেখুতে পাব না। গেলে চাকরী যাবে, একটা বৃহৎ সংসার অনাহারে মারা যাবে।” এই সময় একটা যুবাকে আসিতে দেখিয়া তাহারা আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, ! “দাদা, তোমার ছুটীর কি হ’ল ?” যুবা কহিল “ব’ল্পে পূজার বন্ধে বাড়ী গিয়ে বিয়ে ক’রে এসো। তোমরা আমাদের বিনামুমতিতে বিবাহের দিন স্থির ও সমস্ত আয়োজন কর কেন ?”