২২০ দেবগণের মর্ত্যে আগমন এখান হইতে কাশীবাবু দেবগণকে লইয়া নিজের আফিসে উপস্থিত হইবামাত্র সেজে বাবু ছটিয়া আসিয়া কহিলেন “কৈ ছে! তোমার বালকটি কৈ ? আমার ভাই, তাকেই কৰ্ম্ম দিবার একান্ত ইচ্ছা ছিল ; অনেকগুলি প্রার্থ উপস্থিত হওয়ায় কাজেই আমাকে একটা মোটামুটি পরীক্ষা ক’ৰ্বতে হচ্চে। জানি কি, পরের চাকর, কে আবার কোন্ দিক্ দিয়ে উড়ে চিঠি হাকাবে!” কাশী । তোমাদের যে ধৰ্ম্মভয় আছে, তা আমি বিলক্ষণ জানি ; ঐ দেখ আমার সেই বালকট । সেজে বাবু তৎশ্রবণে নিজের সম্বন্ধীকে ডাকিয়া আনিয়া প্রথমে উপকে কহিলেন “বাপু ! বল দেখি, দশটাক ক’রে মণ হ’লে এক সেরের দাম ।” উপ চারি আনা । সেজে৷ বাবু। (নিজ সম্বন্ধীর প্রতি ) তুমি কি বল ? সম্বন্ধী। আজ্ঞে, বোনাই যদি দোকানদার হয়, এক সেরের উপর প্রায় একছটাক আন্দাজ ফাও দিয়ে থাকে । সেজে৷ বাবু। বেস বেস। দেখ হে কাশী বাবু, এর বুদ্ধিটে কতদূর তীক্ষ ! একেই ভাই চাকরী দিতে হ’লে। আমি প্রতিজ্ঞ ক’রূচি, পুনরায় খালি হ’লে তোমার ঐ বালকটকে দিব । কাশী । এ কথায় আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না ; জানি কি যদি তোমার আরও ২।১টা সম্বন্ধী থাকেন। এই তো সুপারিশের জোরে তোমার এ সম্বন্ধটির আগমন মাত্রেই চাকরী হ’লে । বিশেষ দুঃখিত হ’লাম যে, কৰ্ম্ম দেওয়া ও বেতন বাড়াবার সময়ে তোমাদের ধৰ্ম্ম-ভয় থাকে না। সেজে৷ বাৰু। কাশী বাবু। তুমি কি ভাবুচো—এ বালক আমার সম্বন্ধী। তুমি বেশ জেনে, এ আমার সহোদর সম্বন্ধী নয়। তবে পরিবারকে দিদি সম্বোধন ক’রে ডাকে মাত্র । “আমার যতদুর সাধ্য চেষ্টা করলাম, এর উপর আর হাত নাই !
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।