পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর ミR> এক্ষণে বাসায় গিয়ে আপনারাই এর বিচার করবেন।” বলিয়া কাশী বাবু দেবগণকে বিদায় দিয়া নিজ কামরায় প্রবেশ পূর্বক কাজে বসিলেন । দেবতারা এখান হইতে বাসায় গিয়া পরস্পরে বলিতে লাগিলেন ‘উপগ্র এখানে কৰ্ম্ম কাজের সুবিধা দেখতেছি না ; অতএব অনর্থক আর থাকিবার প্রয়োজন কি ? চল আমরা প্রস্থান করি।” চারিটার পর কাশীনাথ বাবু আসিয়া উপস্থিত হইলেন এবং দেবগণের হাতে একখানি পাশ দিয়৷ কহিলেন “আগামী কল্য শনিবার। অতএব কল্য প্রাতে যাইয়া আপনার রেলওয়ে কারখানা দেখিয়া আসিবেন। এই পাশে আপনাদের প্রত্যেকেরই নাম লেখা আছে। এক্ষণে চলুন একবার নগর ভ্রমণ করিয়া আসি । দেবগণ র্তাহার কথায় সম্মত হইয়া নগর ভ্রমণে বহির্গত হইলেন। যাইতে যাইতে দেখিলেন, একটা বাড়ীতে লোকে লোকারণ্য। - নারা। কাশী বাবু, এ বাটতে কি ? কাশী । বাড়ীর कडीव्र পুত্রের অন্নপ্রাশন । ক্রমে সকলে যাইয়৷ ষ্টেশনে উপস্থিত হইলেন। কাশী বাবু দেখাইতে লাগিলেন “সম্মুখে ঐ মুঙ্গের ষ্টেশনের প্লাটফরম্। এই স্থানে মুঙ্গেরের গাড়ী আসিয়া যাত্রীর জন্য অপেক্ষ করে । ওদিকে দেখুন মেল লাইন " ইন্দ্র। মেল লাইন কি ? কাশী । অর্থাৎ স্রোতস্বতী নদী। ঐ লাইন দিয়া অনবরত গুডুস প্যাসেঞ্জার, মেল প্রভৃতি নানা নামের নানা ট্রেণ অহোরাত্র গমনাগমন করিতেছে। ব্রাঞ্চ লাইন অর্থাৎ শাখা নদী । এই নদী দিয়া ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেণ এক খানি যায়, এক খানি আসিয়া থাকে মাত্র। এখান হইতে সকলে ষ্টেশনের প্লাটফরমে যাইয়া দেখেন, কোন গৃঙ্গে সাহেবদের খান খাবার দোকান সাজান রহিয়াছে, কোন গৃহে স্ত,পাকার কাগজ পত্র ছড়ান রহিয়াছে, দুই জন কেরাণী বসিয়া লিখিতেছেন। পরিMB DuBB BBu u BBBD BBBB BB BBBS 00D DS DDS