২২২ দেবগণের মর্ত্যে আগমন গ্রাফের কল রহিয়াছে, পাচসাত জন বাবু কলের কাটার প্রতি একদৃষ্টি চাহিয়া আছেন এবং মধ্যে মধ্যে কলের হাণ্ডেল ধরিয়া ঘটু খট্ শব্দ করিতে করিতে ডাইনে ব্যামে ছ্যাচক টান মারিতেছেন। কাশী বাবু কহিলেন “এই হচ্ছে টেলিগ্রাফের ঘর। আর ঐ বাবুরা তার-ঘরের বাবু। এই টেলিগ্রাফ যন্ত্র দ্বারা আমরা এক মুহূর্তে একশত মাইল দূরের ঘটনাজানিতে পারি। এমন আশ্চৰ্য্য কল আর নাই । ইহার সাহায্য ব্যতিরেকে রেলওয়ে গাড়ী এক পা চলিতে পারে না । গাড়ী প্রত্যেক ষ্ট্রেশনে আসিয়াই রাস্তা পরিষ্কার আছে কি না, ইহার নিকট জানিয়া তবে রওনা হয়।” ব্ৰহ্মা । আহা ! তারঘরের বাবুদের মত দুঃখী বোধ হয় জগতে আর নাই। সমস্ত রাত দিন বকের মত একদৃষ্টে চাহিয়া থাকা কি কম কষ্ট ! বরুণ, কি পাপে ইহার এ অবস্থা ভোগ করিতেছে ? বরুণ। আপনার স্মরণ থাকিতে পারে, এক সময়ে ভগবান অনন্তদেব মৎস্তরূপে জন্মগ্রহণ করিয়া জলে বাস করিতে থাকেন। ঐ সময়ে কতকগুলি লোক সমুদ্র-তীরে বসিয়া মৎস্ত ধরিতেছিল। দৈবযোগে নারায়ণ যখন তাহাদের চারের নিকট দিয়া পাখনা নাড়িতে নাড়িতে ভাসিয়া যান, তাহার পাখনা স্পর্শে এক ব্যক্তির ছিপের ফাতুন৷ ডুবিবার উপক্রম হইলে, সে এমন সজোরে খ্যাচুক টান মারে যে, ভগবানের শরীরে অত্যন্ত আঘাত লাগে ; তাহাতে তিনি ক্রুদ্ধ হইয়া ভস্ম করিতে উদ্যত হইলে তাহার করযোড়ে দাড়াইয়া অশ্রুপাত করিতে লাগিল । ইহাতে করুণাময়ের মনে করুণার সঞ্চার হওয়াতে কহিলেন—“রাজপ্রতিনিধি আর্ল আবু ডেলহাউসির সময়ে ভারতে তারের খবরের আদান প্রদান আরম্ভ হইবে । তোমরা সেই সময়ে এই তীক্ষ দৃষ্টিসহ তারঘরের বাবুরূপে জন্মগ্রহণ করিবে এবং ফাতনা ডোবার দ্যায় টেলিগ্রাফ যন্ত্রের র্কাটাকে নড়িতে দেখিলে হাণ্ডেল ধরিয়া ডাইনে বামে খ্যাচক টান মারিতে থাকিবে ।” তৎশ্রবণে তাহার BBB SBBB S BBBB BBBBS BB BB BBB DBB uS
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।