পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর ミミ* তৎসমুদয় দ্রব্য স্থানাস্তর হইতে প্রস্তুত হইয়া আসিয়া এই সমস্ত কলে পরিষ্কার করিয়া দিতেছে । বরুণ কহিলেন “এই সপের নাম নিউ টনিং সপ্ত। এই সমস্ত কলের মধ্যে গাড়ির চাকা পরিষ্কারের কলই বড় আশ্চৰ্য্য ।” ব্ৰহ্মা। বরুণ, সপ শব্দের অর্থ কি ? বরুণ । দোকান, কারখানা । উপ। বরুণ কাক, ঐ যে গৃহের মধ্যে কয়েকটা বাবু বসিয়া আছেন, উহঁরা কি এই দোকানের দোকানী ?

  • বরুণ । একপ্রকার তাই বটে। ইহঁার কারখানার হিসাবপত্র রাখেন এবং কোম্পানীর যে যে দ্রব্যের আবগুক হয়, রোক পাইলেই প্রদান করেন। দেবরাজ ! সম্মুখে ঐ যে কতকগুলি এঞ্জিন মেরামত হইতেছে দেখিতেছ, উহার নাম ইরেক্টং সপ্ত অর্থাৎ কল মেরামত কারখানা। ঐ কারখানার মধ্যে আরো কয়েকট কারখানা আছে। যথা—পেইন্টিং অর্থাৎ চিত্রকরের কারখানা; কারপেন্টিং অর্থাৎ স্বত্রধরের কারখানা এবং টেণ্ডার অর্থাৎ গাড়িতে জল ও কয়ল। রাখিবার স্থান নিৰ্ম্মাণের কারখানা ।

এখান হইতে সকলে ওল্ড টর্নিং সপে যাইয়া দেখেন—নানাপ্রকার কল বেগে ঘুরিয়া ক্ষুদ্র ক্ষুদ্র নানারূপ লৌহ ও পিতলের দ্রব্যাদি প্রস্তুত করিয়া দিতেছে । কল কারখানা দেখিয়া দেবগণ আশ্চৰ্য্যান্বিত হইলেন । এবং কেবল এক দৃষ্টে চাহিয়া রহিলেন । বরুণ কহিলেন “এই কারখানার নাম পুরাতন টৰ্ণিং সপ।” এখানে গাড়ির কল সম্বন্ধে যে সমস্ত কুঁচোর্কাচ। দ্রব্যের আবগুক, তাহা প্রস্তুত হইয়া থাকে । কলগুলির মধ্যে এস্কুপিং মেসিন অর্থাৎ এক্রুপের প্যাচ প্রস্তুত করিবার কল এবং সাইনিং মেসিন্‌ অর্থাৎ অস্ত্রাদিতে শাণ দিবার কল বড় আশ্চৰ্য্য । ব্ৰহ্মা। দেখ ইন্দ্র, ইংরাজের সব পারে । আমার বোধ হইতেছে, এক সময়ে এই জাতি মৃত মমুষকেও জীবন দান করিতে পারিবে । এখান হইতে বরুণ দেবগণকে লইয়া ব্রাস ফিনিসিং সপে উপস্থিত