পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՀե- দেবগণের মর্ত্যে আগমন হইলেন। এবং কহিলেন “এই কারখানার নাম ব্রাস ফিনিসিং সপু অর্থাৎ পিতলের দ্রব্যাদি পরিষ্কার করিয়া দিবার কারখানা। ওদিকে দেখা যাচ্চে ফিটিং সপ অর্থাৎ কাটা, ছুরি তালা প্রভৃতি মেরামতের কারখানা। এই কারখানার মধ্যে প্রত্যেক সপে এক এক জন করিয়া কৰ্ত্ত সাহেব আছেন। তাহাদিগকে ফোরম্যান কহে। তাহার অধীনে আবার ২৪ জন করিয়া বাৰু আছেন। ঐ দোতালার উপর ফিটিং সপের বাবুদের আফিস। এখান হইতে দেবগণ ব্ল্যাকুস্মিথ সপে যাইয়া দেখেন—কলে বৃহৎ বৃহৎ লৌহগুলিকে যেন কচু কাটার স্তায় খণ্ড খণ্ড করিয়া কাটিয়া দিতেছে। এক স্থানে সকলে উপস্থিত হইয়া দেখেন—অনেকগুলি হাপরে অগ্নি জলিতেছে। কারিকরেরা হাপরে লৌহকে উত্তমরূপে দগ্ধ করিয়া যেমন ষ্টিম্ হামার নামক বাষ্পীয় মুদগরের তলায় ধরিতেছে, মুদগর অমি কলের দ্বারা ছুটিয়া আসিয়া দমাদম্ গমাগম্ শব্দে লৌহখণ্ডকে পিটিয়া দোরস্ত করিয়া দিতেছে। বরুণ কহিলেন “এই সপের নাম ক্ল্যাকস্মিথু সপ, অর্থাৎ কৰ্ম্মকারের কারখানা। ওদিকের ঐ গৃহমধ্যে কৰ্ম্মকারের বাবু নিজ ফোরম্যানের সহিত বসিয়া কাজ কৰ্ম্ম করিতেছেন।” দেবতারা ইহার পর স্প্রিং সপে যাইয়া দেখেন—একটী কল যেন খাবার খাইবে বলিয়৷ ই করিয়া রহিয়াছে। লৌহাদি উত্তপ্ত করিয়া যেমন তাহার মুখের মধ্যে দিতেছে, অমি কলে এক দিকৃ দিয়া সেটাকে পিটাইতেছে, এক দিক্ দিয় তাহাকে তেল করিয়া দিতেছে এবং এক দিক্ হইতে সেই লৌহখণ্ডের মস্তকে টুপীর স্থায় প্রস্তুত করিয়া দিতেছে। এইরূপে সমস্ত কার্য্য শেষ হইলে কলট সেই লৌহখণ্ডকে ফেলিয়া দিয়৷ আবার যেন ই করিয়া খাদ্য দ্রব্যের আশা করিতেছে। নারায়ণ এক দৃষ্টে কলটার প্রতি চাহিয়া থাকিয়া বরুণকে কহিলেন “বরুণ! এ কলটার নাম কি ?” বরুণ। বোল্ট মেকিং মেসিন অর্থাৎ গাড়ীর বোল্ট প্রস্তুত করিবার