জামালপুর RRS কল। এই সপটর নাম স্প্রিং সপ অর্থাৎ ইস্পাতের দ্রব্যাদি প্রস্তুত করিবার কারখানা। আর ওদিকে দেখ হুইল সপ অর্থাৎ গাড়ীর চাকা ঠিক হইল কি না তাহ পরীক্ষা করিধার কারখানা। ’ এখান হইতে সকলে কপার স্মিথ, সপ দেখিতে যান এবং উপস্থিত হইয়া বরুণ কহিলেন “এই সপের নাম কপার স্মিথ-সপৃ অর্থাৎ তামা কৰ্ম্মকারের কারখানা । এখানে তামার দ্বারা ইঞ্জিনের পাইপ ইত্যাদি প্রস্তুত হইয়া থাকে। ঐ কারখানায় টিনের দ্বারা লণ্ঠনাদি প্রস্তুত হইতেছে। ঐ যে একটা বাবু কলম হাতে করিয়া বেড়াইতেছেন, উনি টিন কামারের বাবু।” এখান হইতে সকলে প্যাটার্ণ সপৃ অর্থাৎ ফরমা প্রস্তুত করিবার কারখানা দেখিয়া, ব্রাস মোলডিং সপৃ অভিমুখে চলিলেন। উপস্থিত হইয়৷ দেখেন–পিতল গলাইয়া জলের স্তায় তরল করিতেছে এবং কুলির সেই সমস্ত তরল পিতল বহন করিয়া লইয়া গিয়া ফরমায় ঢালিয়া আসিতেছে। বরুণ কহিলেন “এই স্থানের নাম পিতলের ঢালাই ঘর। ওদিকে দেখুন, লৌহ গলাইয়া ছাচে ঢাল্লিতেছে । ঐ সপের নাম আইরণ ফাউণ্ডিং অর্থাৎ লৌহের ঢালাই ঘর ” ইহার পর সকলে বয়লার সপ ও ড্রয়িং আফিস দেখিয়া ষ্টোর অর্থাৎ গুদাম ঘরের নিকট যাইয়। উপস্থিত হইলেন । এবং বরুণ কহিলেন “দেখুন পিতামহ, কারখানায় যে সমস্ত দ্রব্য প্রস্তুত হইয়া থাকে এই গুদামে আসিয়া জমিতেছে । এখানে পাট, চামড়া, তুলা, তৈল যাহা কিছু আবশুক, সমস্তই প্রাপ্ত হওয়া যায়। ঐ যে বাবু বসিয়া গল্প করিতেছেন, উনি তেল গুদামের বাৰু।” এখান হইতে দেবগণ প্রত্যাগমন করিবার সময় এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন “পিতামহ ! সম্মুখে দেখুন এসিষ্টাণ্ট সুপারিন্টেণ্ডেণ্ট আফিস অর্থাৎ সমস্ত কারখানার কৰ্ত্ত সাহেবের আফিস ; ঐ আফিসটতে কতকগুলি বাঙ্গালী বাবু আছেন। সমস্ত কারখানার ও লোকোমটিভ ডিপার্টমেন্টের আর এক জন বড় কৰ্ত্ত এবং তাহার সাহায্যকারী একজন
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।