পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ہ تS> ছোট কৰ্ত্ত সাহেব আছেন। তাহার। ওদিকে ঐ দোতালায় থাকেন। ঐ বড় কর্তাদের অধীনে কতকগুলি আফিস আছে যুথা—মুপারিন্টেণ্ডেণ্ট লোকেী-পে-বিল একাউন্টেণ্ডেণ্ট ইত্যাদি। ঐ বড় কর্তাকে ইংরাজিতে লোকো-মটিভ সুপারিন্টেণ্ডেণ্ট কহে । তাহার অধীন আফিসগুলিতে কতকগুলি সাহেব এবং বিস্তর বাঙ্গালী কাজকৰ্ম্ম করিতেছে। উপ । কৰ্ত্তী জেঠ, হঠাৎ আমায় পশ্চাৎদেশে একটা ফোড়া হয়ে এমি টন্‌টন্‌ ক’রচে যে, দাড়াতে পাচ্চি না। শীঘ্র বাসায় চলুন। এই কথায় দেবগণ অত্যন্ত ভীত হইলেন । নারায়ণ কহিলেন “শুনিয়াছি এ দেশে ধ্বস নামে একপ্রকার পশ্চিমে রোগ হইয়া থাকে। ঐ রোগে প্রথমে ফোড়ার আকার দেখা দেয় এবং সমস্ত অঙ্গে চ’লে চলে বেড়ায় । যে স্থান হইতে যে স্থানে চলিয়া যায়, সেই সমস্ত স্থানের মাংস পচিয়া ধসিয়া পড়ে। অতএব আমাদের উপর যদি সেই রোগ হয়ে থাকে, ইহাকে ফেরত পাওয়া মুকঠিন হবে ।” নারায়ণের কথা শুনিয়া দেবতারা অত্যন্ত ভীতু হইলেন এবং আফিস দেখা বন্ধ করিয়া ধীরে ধীরে বাসায় চলিলেন, এই সময় তাহারা শুনিলেন— এক ব্যক্তি নিজ পুত্রকে কহিতেছে,“বাবা । বড় বাবুর ছেলে এসেছে শুনেছ ?” পুত্র। হ্যা-শুনেছি। পিতা। একবার দেখা করতে ঘেও ? পুত্র । যাব । পিত! ৷ একসের সন্দেশ নিয়ে গিয়ে বাবুর ছেলের হাতে দিও, তাহা হইলে বড় বাবু সন্তুষ্ট হবেন। পুত্র। তা আমি পারবে না । পিতা। বলিস কি ! য়্যা ! পারবি না ? পুত্র । হা: ! আমি পারবে না। তুমি তোষামোদ ক’বৃচে ব’লে কি গুষ্টি শুদ্ধকে তোষামোদ করতে হবে ?