পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rరిపి দেরগণের মর্ত্যে আগমন যাইয়া অমুসন্ধান করিবেন , কারণ, প্রস্তরমধ্যেও বহুমূল্য হীরকাদি থাকিবার সম্ভাবনা - দেবগণ দেখিলেন—এই সময় একটী বাবুর খাট পালঙ্গ এবং গৃহস্থালীর অনেক দ্রব্যাদি মুটিয়ার বহন করিয়া আনিতেছে। সর্বশেষে বাবু এক অবগুণ্ঠনাবৃত স্ত্রীর হাত ধরিয়া আসিতেছেন এবং তৎপশ্চাৎ পশ্চাৎ একটা ৮/৯ বৎসরের বালক আসিতেছে । র্তাহারা আরও দেখিলেন—অনেকগুলি কেরাণী—কাহারও হাতে হাড়ি কলসী, কাহারও হাতে দড়ি, কাহারও হাতে পাণ কাহারও হাতে বা জলখাবারের ঠোঙ্গ—ষ্টেশন অভিমুখে আসিতেছেন। সকলে উপস্থিত হইয়া পুৰ্ব্বোক্ত সন্ত্রীক বাবুকে কহিল, “আপনার কি মুঙ্গেরেই বাসা করাই স্থির হইল ?” বাবু দীর্ঘনিশ্বাস ফেলিয়া কহিলেন “অগত্যা - ইজ। কাশী বাবু, ঐ যে বাবুটা স্ত্রী পুত্র সহিত ষ্টেশনে এলেন,উহাকে “মুঙ্গেরেই কি বাসা করা স্থির হইল ” এই কথা জিজ্ঞাসা করায় দুঃখ প্রকাশ করিলেন কেন ? 尊 কাশী। হয়েছে কি জানেন, ঐ বাবুটী একজন গোড়া ব্রাহ্ম । যে স্ত্রীর হাত ধরিয়া আসিলেন, উহঁাকে উনি ব্রাহ্মহতে বিধবা-বিবাহ করেছেন । পুত্রট স্ত্রীর সাবেক স্বামীর ঔরসজাত । এই দম্পতীযুগল জামালপুরে মুখে স্বচ্ছন্দে বাস করিতেছিলেন, হঠাৎ একটা ব্যাঘাত ঘটিল । ঐ পল্লীর যত স্ত্রীলোক ঐ স্ত্রীর কাছে প্রত্যহ দলে দলে আসিত । কেহ জিজ্ঞাসা করিত “তোমার সাবেক স্বামী বেশী ভাল বাসিতেন, না বর্তমান স্বামী বেশী ভাল বাসেন ? তোমার কোন স্বামী দেখিতে সুন্দর?” কেহ বলেন “তোমার ছেলে ত ওঁকে বাবা ব’লে ডাকে ? উনি একে স্নেহ মমতা করেন কেমন ?” অপর কছেন “ওলো তুই থাম্, সৎবাবার আর কত স্নেহ হবে ? ভাল ব্রাহ্ম বেী, তুমি যে কয়েক দিন বিধবা ছিলে—মাছ খেতে পাওনি ? আহা ! মাছ না হ’লে কি ভাত খাওয়া যায় ! বলি এখন কাটা-চড়চড়ি