মুঙ্গের ২৩৫ সদাগর বাস করিতেছে। তদ্ভিন্ন মুঙ্গের জেল, আফিস, আদালত ও চর্চ ইত্যাদি এই ফোর্টের মধ্যেই আছে। ক্রমে সকলে কেল্লার সন্নিকটে উপস্থিত হইলে বরুণ কহিলেন -ওদিকে দেখ—ইংরাজদিগের গোরস্থান ।” নারা । কবর স্থান ত বড় সুন্দর স্থানে নিৰ্ম্মাণ করা হইয়াছে। বলিতে কি—একেবারে গঙ্গাগর্ভে। এই সমস্ত কবরে যে কোন পাপী থাকুন, নিঃসন্দেহ তিনি গঙ্গালাভ করিয়া উদ্ধার হইয়াছেন । দেবতারা ফোর্টের মধ্যে প্রবেশ করিয়াই দেখেন—প্রাচীরে অনেকগুলি হিন্দু দেব-দেবীর মূৰ্ত্তি অঙ্কিত রহিয়াছে। নারায়ণ কহিলেন “দেখ, বরুণ ! দুর্গট হিন্দু রাজাদিগেরই ছিল। মুসলমানদিগের হইলে প্রাচীরে এ সব মূৰ্ত্তি থাকিবে কেন ?” বরুণ। এমন হইতে পারে দেবদ্বেষী মুসলমানের হিন্দু দেব-মন্দিরগুলি ভাঙ্গিয়া আনিয়া সেই প্রাচীরে এই প্রাচীর নিৰ্ম্মাণ করিয়াছে । এই দুর্গট দীৰ্ঘে চারি হাজার ফিট এবং প্রস্থে তিন হাজার পাচ শত ফিট আন্দাজ হইবে । ইহার প্রাচীর ১৩১৪ হাত উচ্চ । কেল্লাটীর তিন দিকে গড়, এবং একদিকে ভাগীরথী স্বয়ং প্রবাহিত। এক্ষণে ইহার চারিদিকের প্রাচার এবং চারিট গেট মাত্র অবশিষ্ট আছে। ঐ গেটগুলিকে লালদরজা কহে । আহা ! এই কেল্লায় দুরাত্মা নবাব মীরকাসিম রাজা রাজবল্লভকে যেরূপে হত্যা করিয়াছিলেন, অদ্যাপি স্মরণ হইলে কান্না আইসে । ইন্দ্র । নবাব রাজা রাজবল্লভকে কি কারণে হত্যা করেন ? বরুণ। যখন নবাব দেখিলেন, তিনি নামে মাত্র নবাব—র্তাহার হাতে কোন ক্ষমতা নাই, ইংরাজেরাই সৰ্ব্বময় কৰ্ত্তা, তখন তাহার স্বাধীন হইবার ইচ্ছা হইল এবং মুরশিদাবাদ পরিত্যাগ করিয়া মুঙ্গেরে আসিয়া বাস করিতে লাগিলেন। তিনি মনে মনে স্থির করিলেন রাজা রাজবল্লভ, মুরশিদবাদের শেঠেরা এবং আর কতকগুলি লোক ইংরাজদিগের নিতান্ত অনুগত
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।