পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুঙ্গের ՀՏԳ তাহাদের সহিত বাহির হইলেন । সকলে একটা অশ্বখগাছের তলে উপস্থিত হইয়া দেখেন একটী যুবা তাহাদিগকে দেখিয়া বৃক্ষান্তরালে লুক্কাস্থিত হইল। বাঙ্গালী বাবুটা দ্রুত গিয়া তাহার হাত ধরিয়া কহিলেন কে ও, হরি! তুমি এথানে লুকিয়ে আছ যে ?” যুব . আজ্ঞে, না। আমার কিছু প্রয়োজন আছে। বাঙ্গালী । গাছের তলায় তোমার কি প্রয়োজন ? যুবা । আছে, কিছু বিশেষ প্রয়োজন আছে। বাঙ্গালী । বুঝেছি, তোমাদের জামালপুরে কৃষ্ণঘোষের পরিবারকে তুলসাতলায় নাম্য়েছে - ম’লে ঘাড়ে ক’রে মুঙ্গেরে আনতে হবে ব’লে তুমি পলাতক হয়েছ। যুবা । আমাকে সে বদনাম দেবার যো নাই, ডাকবামাত্র গিয়ে মড়া ঘাড়ে করি । বাঙ্গালী । আজ পালিয়ে এলে কেন ? যুবা । আমাকে আপনি অনর্থক মিথ্যাপবাদ দিচ্চেন, আমার ছোবার যো নাই । 轟 - বাঙ্গালী । তোমার ত বিবাহ হয় নাই, ছোবার যো নাই কেন ? যুবা । ব’ল্বে বাঙ্গালী। বলনা ? যুবা । দাদার স্ত্রী অস্তঃস্বত্বা। “তুমি অধঃপাতে যাও” বলিয়া বাঙ্গালী বাবুট হাসিতে হাসিতে চলিয়" গেলেন। দেবগণও অপর দিক্ দিয়া বাসায় চলিলেন । যাইতে যাইতে ব্ৰহ্মা কহিলেন “বরুণ ! শব বহন অপেক্ষ পুণ্য আর নাই। কলিতে এই কার্য্যের দ্বারা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় । কিন্তু এ কি ! পাছে শব বহন করিতে হয় এই আশঙ্কায় ঐ ব্যক্তি লুক্কায়িত আছে । আহা ! সকলেই যদি এই ভাবে থাকে—মৃত স্ত্রীর স্বামীর আজ কি কষ্ট ? ভাবিতে