পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨88 . দেবগণের মর্ত্যে আগমন সেইজন্ত তদবধি ইহার ছাদ কড়ার আকার ধারণ করিয়াছে এবং সেই কারণেই "ইহার নাম বিক্রমচণ্ডী হইয়াছে।” এই কথা বলিয়া বরুণ গৃহমধ্যে প্রবেশ করিলেন এবং কড়ার আংটার স্তায় একটা আংটা খটু খটু শব্দে নাড়িয়া দেবগণকে দেখাইতে লাগিলেন * এবং কহিলেন “এই ঘরে কেহ রজনীতে একাকী থাকিতে পারে না । থাকিলে তাহার মৃত্যু হয়।” দেবগণ ভক্তিভাবে চণ্ডীকে ঘন ঘন প্রণাম করিলেন। বরুণ কহিলেন “এই গৃহের এদিকে ৩৪টা শিব, অন্নপূর্ণ এবং পাৰ্ব্বতী আছেন। এবং প্রবেশপথে মন্দিরমধ্যে যে শিবমূৰ্ত্তি দেখিলেন, উনি কালভৈরব।” দেবতারা চওঁীস্থান হইতে বাহির হইতেছেন, এমন সময় দেখেন ১০১৫ জন লোক মৃত শরীর বহন করিয়া আনিতেছে। তাহাদের কাহারে হস্তে আগুনের হাড়ি, কাহারে হস্তে হকী কলিকা, কাহারে বগলে কয়েকখানি নুতন বস্ত্র ও তাহার এক কোণে সোণ রূপ বাধ, কাহারে হস্তে একখানি দা ও একটী কলসী । শব তখন চারি জনের স্কন্ধে ছিল ; তাহার সমস্ত শরীর সপে জড়ান এবং তদুপরি একটা বঁাশ তিন চারি স্থানে কঠিন রজ্জ্ব দ্বারা দৃঢ়ৰূপে বাধা । কেবল পা দুইখানি দেখা যাইতেছিল। বহনকারীরা গঙ্গাকে সন্নিকটে দেখিয়া উচ্চ রবে হরিধ্বনি করিল এবং পথশ্রমের ক্লাস্তি দূর করিবার জন্য একটা অশ্বখবৃক্ষের তলায় শব নামাইয় একজন স্পর্শ করিয়া থাকিল, অপর কয়েক জন তামাক খাইবার উদ্যোগ করিতে লাগিল। বরুণ কহিলেন, “পিতামহ । আপনি তখন ভাবিতেছিলেন—দেখুন এই সেই জামালপুরের বাসি মড়া আসিল ।” এই সময়ে বহনকারীরা পরস্পরে কথোপকথন আরম্ভ করিল। একজন কহিল “এই মড়া বাহির করিবার জন্ত বড় কষ্ট পাইতে হইয়াছে এবং অনেক নুতন নুতন কথা শুনিতে হইয়াছে। সকলেই পরিবারের দোহাই দিয়া

  • এই আংটা অস্থাপি বর্তমান আছে।