মুঙ্গের ミ8?
- .
তাহাকে পরিবেষ্টন করিয়া কিছু কিছু পুরস্কার প্রার্থনা করিতেছে। কোন স্থানে আসামীর হাতে হাতকড়ি দিয়া জেল অভিমুখে লইয়া যাইতেছে দেখিয়া তাহার পিতা মাত পুত্র কলত্রগণ উচ্চরবে ক্রনন করিতেছে। উপ। বরুণ কাক ! এখানে কি ব্রাহ্মণ-ভোজন ? বরুণ। দেখুন পিতামহ! এই হচ্চে মুঙ্গের বিচারালয়। ব্ৰহ্মা । যত লোক দেখিতেছি—সকলেরই কি মকদ্দমা আছে ? বরুণ । আজ্ঞে না, বেহারবাসীদিগের অভ্যাস আছে, গ্রামস্থ কোন ব্যক্তির নামে যে কোন বিষয়ের অভিযোগ হউক, গ্রামস্থ যাবতীয় লোক তামাসা দেখিতে আসিয়া থাকে এবং যে পৰ্য্যন্ত না আদালত বন্ধ হয়, বসিয়া থাকে। ইহাদের একটু পয়সা মা বাপ—কিন্তু বিচারালয়ে অর্থব্যয় করিতে কাতর নহে । - এখান হইতে দেবতার গবর্ণমেণ্ট বিদ্যালয় দর্শনে যাত্রা করিলেন। উপস্থিত হইয়া বরুণ কহিলেন “এই মুঙ্গের গবর্ণমেণ্ট স্কুল।” ইন্দ্র । এইরূপ স্কুল গবৰ্ণমেণ্টের কতগুলি আছে ? বরুণ। প্রায় প্রত্যেক জেলাতেই এক একটা আছে। তদ্ভিন্ন ভদ্রপল্লী মাত্রেরই বিদ্যালয়গুলিতে গবৰ্ণমেণ্ট হইতে মাসিক নিয়মে সাহায্য করা হয়। ইংরাজরাজের মত কোন রাজাই প্রজাকে বিদ্যা বিতরণ করিতে এত যত্ন করেন নাই । ব্ৰহ্মা । বেশ তো ! আমার মতে ইংরাজরাজ প্রজাগণকে সাহিত্য বিদ্যা শিক্ষা দিবার স্তায় ব্যায়াম, শিল্পশাস্ত্র প্রভৃতির শিক্ষা দিলে আরো অক্ষয় যশ লাভ করিতে পারেন । বরুণ । সে বিষয়েও আজকাল যথেষ্ট আয়োজন হইতেছে। বিদ্যালয়ের ওদিকে দেখুন চিত্রশাল । এই চিত্রশালাট লকৃউড নামক একজন সাহেবের যত্নে নিৰ্ম্মিত হয়।