পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ8b" দেবগণের মর্ত্যে আগমন ইন্দ্র। চিত্রশালায় আছে কি ? বরুণ । উহার মধ্যে কয়কটা মৃত পক্ষীর এবং মৃত কুম্ভীর কচ্ছপাদির আকার, এবং ৩০ সের আন্দাজ ওজনের একটী নবাবী আমলের গোলা আছে । এখান হইতে সকলে বাহিরে আসিয়া দেখেন, আদালত বন্ধ হইয়া যাওযায় কেরাণী বাবুর হাসিতে হাসিতে প্রত্যাগমন করিতেছেন। র্তাহারা দূরে আরও কতকগুলি কেরাণীকে দেখিলেন ; কিন্তু তাহাদের বদন হাস্যময় নহে । নারা। বরুণ ! মুঙ্গেরে আমি হুই সম্প্রদায় কেরাণীর মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থা দেখিতেছি কেন ? এক সম্প্রদায় হর্ষযুক্ত, অপর সম্প্রদায় বিষণ্ণ, কারণ কি ? বরুণ। ইহার বিশেষ কারণ আছে। গবর্ণমেণ্ট অফিসের কেরাণীরা নিৰ্দ্ধারিত বেতন বাদে প্রত্যহ প্রায় এক পকেট করিয়া কাচা পয়সা উপরিলাভ করেন ; সুতরাং তাহাদিগকে হর্ষযুক্ত দেখিতেছেন। রেলওয়ে কেরাণীরা বেতন বাদ একট পয়সা উপরিলাভ করিতে পারেন না ; সুতরাং তাহাদের বদনে কোথা হইতে হাসি আসিবে ? ইন্দ্র । বরুণ ! উপরিলাভ কি ? বরুণ । কাৰ্য্যবিশেষে উপরিলাভ শব্দের নানা প্রকার অর্থ হইয়া থাকে। যেমন গবর্ণমেণ্ট আফিসের কেরাণীর নকল করিয়া দিয়া বাদী প্রতিবাদীর নিকট হইতে যে দুই এক পয়সা বেশী লইতে পারেন, তাহাই তাহাদের উপরিলাভ । জমীদারী সেরেস্তার গোমস্তার প্রজার নিকট খাজনা আদায়কালে যে ২১ পয়সা বেশী আদায় করিতে পারেন, তাহাই তাহাদের উপরিলাভ ৷ বাটীর চাকর চাকরাণী বাজার করিতে গিয়া বাজারের পয়সা হইতে যে ২১ পয়সা চুরী করিতে পারে, তাহাই তাদের উপরিলাভ। রেলওয়ে টিকিট-বিক্রেতা বাবুরা চৌদ্দ আন মূল্যের টিকিট বিক্রয়