পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুঙ্গের ミQ○ নারায়ণের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইয়া বলিতে লাগিলেন—“তোমার হাড়ে লক্ষ্মী হবে না ; আবার যেখানে যাবে কিছু কিনে দিতে ব’লে, ভাল করে কিনে দেবো ! ছিঃ! ছি! অত্যন্ত অসাবধান। বয়েস হয়েচে, বুদ্ধিগুদ্ধি আছে, এখন এত অসাবধান হ’লে কি পথ চলা যায় ? আমি অম্বলের মাছ খাব বলে খাস খাসা ছোট ছোট বাটগুলি কিনে নিয়ে এলাম, তুমি কি না পথে ফেলে এলে ! বাটীগুলির জন্ত মন নিতান্ত খারাপ হ’লো। ইচ্ছা হ’চ্চে আবার গয়ায় গিয়ে কিনে আনি । বরুণ (নারায়ণকে অপ্রস্তুত দেখিয়া ) যাক, যা হবার তা হয়ে গেছে, কলিকাতায় সকল দেশের সকল রকম জিনিস আমদানী হয়—সেইখানে আপনাকে দেখে শুনে ভাল বাট কিনে দেবো । পরদিন তাহার একখানি ঘোড়ার গাড়ী ভাড়া করিয়া সীতাকুও দেখিতে চলিলেন। গাড়ী কিছু দুর যাইলে দেবগণ দেখেন—কতকগুলি লোক র্তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়া আসিতেছে। ব্ৰহ্মা । উহার কারা ? বরুণ। উহারা সীতাকুণ্ডের পাণ্ড । উহার সংখ্যায় প্রায় ৪৷৫ শত ঘর আছে এবং অনেকে সীতাকুণ্ডের প্রসাদে বিলক্ষণ সঙ্গতিও করিয়া লইয়াছে। ক্রমে দেবগণের গাড়ী প্রাচীর-বেষ্টিত সীতাকুণ্ডের নিকট আসিয়া উপস্থিত হইল। তাহারা গাড়ী হইতে অবতীর্ণ হইলে পাওর চারিদিকৃ হইতে আসিয়া বেষ্টন করিতে লাগিল । কতকগুলি পাণ্ড কহিল “বাবু, আমরা আপনাদের সঙ্গে সঙ্গে মুঙ্গের হতে ছুটে আসছি।” অপরে কহিল “বাবুদের নিবাস ?” উপ। নিশ্চিন্তপুর। - পাও । কি কহিলেন বাবু! নিশ্চিন্তপুর ?—কোন জেলা ? উপ । জীকাত্তনগর।