পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૮૭ দেবগণের মর্ত্যে আগমন আর র্তাহার সীতা সম্বন্ধে কোন বিষয় জানিবার আবগুক করে না এবং জানেনও না।” হনুমান প্রত্যাগমন করিয়৷ এই কথা বলিলে হীরামচন্দ্র অত্যন্ত স্থঃখিত হইলেন এবং কি করিবেন ভাবিতে লাগিলেন। মুনিগণ তাহাকে তদবস্থ দেখিয়া কহিলেন “সীতা যদি অগ্নিতে পরীক্ষা দিতে পারেন তাহা হইলে আমরা তাহার ফল গ্রহণ করিতে পারি।” নারা। সীতার পরীক্ষা কি এখানে হইয়াছিল ? বরুণ। হ্যা। তিনি স্বীকার করিলে মুনিগণ মুঙ্গেরের বাহিরে আসিয়া এই স্থান মনোনীত করিলেন এবং হনুমান কাঠ সংগ্ৰহ করিয়া চিতা সাজাইয়া দিলেন। চিতা প্ৰজলিত হইলে সীতা সেই অগ্নি মধ্যে প্রবেশ করিলেন, কিন্তু দগ্ধ হইলেন না । ব্ৰহ্মা। আ মরি মরি । তার পর বল ? বরুণ। মুনিগণ সীতাকে ভষ্ম হইতে না দেখিয়া চিতা হইতে নামিয়া আসিয়া ফল দিতে কহিলেন । তখন সীতা হৃষ্টচিত্তে নামিয়া আসিয়া প্রত্যেকের হস্তে ফল প্রদান করিয়া প্রণাম করিতে লাগিলেন । রামচন্দ্র হনুমানকে বলিলেন “জল দিয়া চিত নিৰ্ব্বাণ করিয়া ফেল ।” হনুমান তৎশ্রবণে জল আনিবার উদ্যোগ করিলে সীতা কহিলেন “নাথ ! এই স্থানে যখন আমার অগ্নি পরীক্ষা হইল, তখন এই স্থান লোককে জানাইবার জন্ত ইচ্ছা করি। পাতাল হইতে জল উঠাইয়া অগ্নি নিৰ্ম্মাণ করা হউক এবং ঐ জল চিরদিন উত্তপ্ত থাকিয়া ফুটিতে থাকুক। যাত্রিগণ এখানে আসিয়া শ্ৰাদ্ধ তৰ্পণাদি করিলে তাহাদের পিতৃপুরুষণ যেন বৈকুণ্ঠে গিয়া আশ্রয় প্রাপ্ত হয়।” ব্ৰহ্মা। তুমি আমাকে শ্রাদ্ধাদি করিবার উদ্যোগ ক’রে দাও, আমি সীতাকুণ্ডে পিতৃগণের উদ্দেশে পিণ্ড প্রদান করি। পাণ্ডারা এই কথা শ্রবণে মহাসন্তুষ্ট হইয়া এক জন ছুটে চাল কিনিতে গেল আর এক জন বলিল “বুড়া বাবা, অৰ্দ্ধেক গরম জল ও অৰ্দ্ধেক ঠাও। জলে স্নান কর।”