পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>W。 দেবগণের মর্ত্যে আগমন ব্ৰহ্মা । এ ঘাট এত প্রসিদ্ধ কেন ? বরুণ । এই স্থানে জনৈক ঋষি সমাধিস্থ হইয় যোগসাধন করিতেছিলেন, সেই সময়ে গঙ্গা হিমালয় হইতে পতিত হইয় তাহার কুশস্রোতে ভাসাইয়া লইয়া যান। ধ্যানভঙ্গে মুনি নিজ কুশ না দেখিয়া ক্রোধে কুশ সহ গঙ্গাকে আকর্ষণ করেন। ভগবতী হৃষ্টচিত্তে ঋষির নিকট আসিয়া তাহাকে কুশ প্রত্যপণপূর্বক বর দেন যে, অদ্য হইতে এ স্থানের নাম কুশাবৰ্ত্ত হইল ; অতঃপর এই স্থানে যে কোন ব্যক্তি আপন পিতৃগণের উদেশে শ্ৰাদ্ধতর্পণ করিবে, তাহার পিতৃগণ বিষ্ণুতুল্য হইয়া বিষ্ণুধামে বাস করিবে । এ জন্য অদ্যপি যাত্রিগণ এখানে শ্রাদ্ধ-তৰ্পণ করিয়া থাকে : ব্ৰহ্মা । ইহাতে কত মৎস্ত দেখ ! বরুণ । তীর্থের মৎস্ত বলিয়া কেহ ইহাদের প্রতি অত্যাচার করে না, . এবং মৎস্যেরাও মনুষ্য দেখিয়া ভয় পায় না। যাত্রীরা এখানে আসিয়া মৎস্ত সকলকে চিড়ে মুড়ি খাইতে দেয় । হাজার হাজার মৎস্ত সেই সময় তীরে আসিয়া উপস্থিত হয় । 廳 ইন্দ্র। দক্ষ প্রজাপতির গৃহ কোথায় ? বরুণ। “এই স্থানের পূর্ব-দক্ষিণ কোণে” বলিয়। সকলের সঙ্গে সেই দিকে চলিলেন এবং উপস্থিত হইয়া কহিলেন, “পিতামহ ! এই আপনার প্রিয় পুত্রের গৃহ।” *. ইন্দ্র। এই স্থানেই কি শিবরহিত যজ্ঞ হইয়াছিল ? . বরুণ। ই ভাই, এই স্থানে দক্ষ প্রজাপতি শিবরচিত যজ্ঞ করিলে দেবাদিদেব মহাদেব সতবিরহে দক্ষযজ্ঞ ভঙ্গ ও দক্ষের মুগুচ্ছেদপুৰ্ব্বক তাহাতে অজমুণ্ড সংযোগ করেন। পরিশেষে দক্ষ দিব্যজ্ঞান প্রাপ্ত হইয়া দক্ষেশ্বর নামক এই শিব • সংস্থাপিত করেন । " . ইন্দ্র । সতীকি এই স্থানে প্রাণ পরিত্যাগ করিয়াছিলেন। দক্ষ প্রজাপতির গৃহে অদ্যাপি ঐ শিব মূৰ্ত্তি বৰ্ত্তমান আছে