পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R&b- দেবগণের মর্ত্যে আগমন अत्र । कि८व्र ? • উপ। রাগ না করেন, ত বলি— ব্ৰহ্মা। বড় গন্ধ নয় ? নাক টিপে বাবা নাক টিপে ডুব দেও! গন্ধ ব’লতে নেই—সীতাকুও মহাতীর্থ। এই সময়ে পাণ্ডারা আসিয়া মন্ত্র পড়াইতে লাগিল । পিতামহ জলে নামিয়া পান সরাইয়া ডুব দিতে লাগিলেন। তাহার কয়েকটা কুণ্ডে স্নান সমাপ্ত হইলে সীতাকুণ্ডে এবং প্রেতশিলায় পিণ্ডার্পণ করিলেন। তৎপরে গুক্ষবস্ত্র পরিধান করিয়া পাণ্ডাদিগকে বিদায় করিতে গিয়া মহাবিপদগ্ৰস্ত হইলেন। তিনি দুইটা করিয়া পয়সা প্রত্যেক পাণ্ডাকে দান করিতেছেন। দেখিলেন যত দান করেন, ততই নুতন নুতন পাণ্ড আসিয়া উপস্থিত হয়। ক্রমে অসংখ্য পাও| আসিয়া পিতামহকে বেষ্টন করিল এবং পরস্পর ঠেলাঠেলি আরম্ভ করিল। পিতামহ সেই গোলযোগের মধ্যে পড়িয়া “কোথায় কৃষ্ণ, কোথায় নায়ায়ণ—উদ্ধার কর,” শব্দে চীৎকার করিতে লাগিলেন। নারায়ণ এই সময়ে সবে মাত্র মতিচুরে কামড় দিয়াছিলেন। ব্ৰহ্মার চীৎকারে হস্ত হইতে মতিচুর দূরে নিক্ষেপ করিলেন এবং গোলযোগের মধ্যে প্রবেশ করিয়া পিতামহের হস্ত ধরিয়া ঘুসা ঘাসার দ্বারা পথ প্রস্তুত করিয়া তাহাকে টানিয়া বাহির করিলেন । তিনি ব্রহ্মাকে লইয়া গাড়ীতে উঠিলে দেবরাজ, বরুণ এবং উপ যাইয়াও গাড়ীতে উঠিল। এই সময়ে আবার শত শত পাও| আসিয়া গাড়ীর গতি রোধ করিল, তখন নারায়ণ৷ অত্যন্ত রাগাম্বিত হইয়া লম্ফ প্রদানে কোচ বাক্সে উঠিয়া বসিলেন এবং এক হস্তে অশ্ব-রজু, অপর হস্তে কশা গ্রহণ করিয়া সপাসপু শৰে পাণ্ডাগণকে এমন প্রহার করিতে লাগিলেন যে, তাহার রাস্ত ছাড়িয়া পলাইতে বাধ্য হইল। নারায়ণও নিষ্কণ্টকে গাড়ী হঁাকাইয়া একেবারে পীরপাকাড়ের নিকট যাইয়া উপস্থিত হইলেন। বরুণ কহিলেন পিতামহ। এই স্থানের নামু পীরপাহাড়। ঐ ক্ষে