পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԳՀ - দেবগণের মর্ত্যে আগমন 蠍 করে। তাহারা পাট গুলোকে এককোপে কেটে খায়, ইহার জবাই ক’রে দগ্ধে দগ্ধে মারে। ব্ৰহ্মা। চল, সত্বর এখান থেকে পলাই চল । ... * বরুণ । দেখ নারায়ণ । এই স্থানে দিল্লীর মত অনেক বাইওয়ালি আছে, সন্ধ্যার সময় আসিলে বড় আমোদ দেখা যায় ; কারণ, ঐ সময়ে সকলে নৃত্য গীত শিক্ষা করে এবং নানারূপ অঙ্গভঙ্গী দেখায়। উপ। বরুণ কাকা! আসবে ? তোমার পায়ে পড়ি—যখন আসবে আমাকে নিয়ে আসবে ? - o দেবগণ এখান হইতে যাইয়া চম্পানালায় উপস্থিত হইলেন । উপস্থিত হইয়া ব্ৰহ্মা কহিলেন “বরুণ ! এ স্থানের নাম কি ?” বরুণ। এস্থানের নাম চম্পানালী । অনেকে ইহাকে চম্পাইনগরও বলিয়া থাকে। এই চম্পাইনগর অতি প্রাচীন সহর। চম্পাইনগর পূৰ্ব্বে ভাগলপুর হইতে স্বতন্ত্র ছিল ; কিন্তু ক্রমে ক্রমে অধিবাসীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় এক্ষণে ইহা ভাগলপুরের সংলগ্ন হইয়াছে । ইন্দ্র । সম্মুখে ঐ ক্ষুদ্র নদীটা দেখা যাচ্চে, উহা কি ? বরুণ । ঐ নদীর নাম জামুই বা বেহুল নদী ; কিন্তু প্রকৃত নাম চম্পকাবতী । এই নদী গঙ্গার সহিত সংলগ্ন আছে । ব্ৰহ্মা । বরুণ ! এ স্থানের নাম চম্পাইনগর হইল কেন ? বরুণ। বিষ্ণুপুরাণে উক্ত আছে—যযাতি বংশে উশীনরের পুত্র দীর্ষতমার ঔরলে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ প্রভৃতি পাচ সস্তান জন্মে। তাছাদেরই নাম অনুসারে অঙ্গদেশ, বঙ্গদেশ ও কলিঙ্গদেশ ইত্যাদি পৃথক পৃথকৃ দেশের নাম হইয়াছে। ঐ অঙ্গের চম্প নামে এক সস্তান ছিল, তিনিই এই নগর নিৰ্ম্মাণ করেন বলিয়া চম্পাইনগর নাম হইয়াছে । - এখান হইতে কিছু দূরে যাইলে নারায়ণ জিজ্ঞাসা করিলেন “বরুণ ! সম্মুখে দেখা যাচ্চে ও কি ?” - - r -