পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগলপুর ఇవNలి দালান নামে একটী পুরাতন দালানের কতকগুলি কাল পাথরের পিলার অষ্ঠাপি বর্তমান আছে। উহার মধ্যে অসভ্য সাঁওতালের সাক্ষ্য দিতে আসিয়া বাস করিয়া থাকে। দালানটী ৫০/৬০ হাত দীর্ঘ ও ১০।১২ হাত প্রশস্ত হইবে । উহার ছাদ খিলানের উপর ছিল । রাজমহলের বাজারে অনেকগুলি খাদ্য দ্রব্যের দোকান আছে। এখানকার অধিবাসীদের মধ্যে অধিকাংশই মুসলমান, অত্যন্স মাত্র হিন্দু। নবাব-দেলরি নামক স্থানেরও অদ্যাপি ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায়। এখানে জুম মসজিদ নামে একটা কাল পাথরের মসজিদ আছে। ঐ মসজিদ পূৰ্ব্বে অনেক বহুমুল্য প্রস্তরাদি দ্বারা সুসজ্জিত ছিল—এক্ষণে আর নাই । এক্ষণে মসজিদ মধ্যে গো অশ্ব প্রভৃতি পশ্বাদি বাস করিয়া থাকে। মসজিদে পূৰ্ব্বে ফোয়ার দ্বারা গঙ্গাজল আনান হইত। এক্ষণে ফোয়ারাটীর চিহ্নমাত্র আছে । মসজিদের সন্নিকটস্থ উচ্চ ভূমির উপর বেগমদিগের বাসস্থান,ছিল, এক্ষণে ঐ স্থানের ধ্বংসাবশেষের উপর লতা গুল্ম বিরাজ করিতেছে। উহার সন্নিকটে অনেকগুলি কবর আছে । এখানে বিষয়-কৰ্ম্মোপলক্ষে ১৯l২০ জন বাঙ্গালী বাস করিয়া থাকেন। একটা মধ্য শ্রেণীর বিদ্যালয় আছে। রাজমহলের তামাক বড় বিখ্যাত । ট্রেণ আবার ছাড়িল এবং হুপাছপ শব্দে ধূম উদগার করিতে, করিতে কয়েকট ষ্টেশন অতিক্রম করিয়া নলহাটীতে যাইয়। উপস্থিত হইলে এক ব্যক্তি “নলহাটী” “নলহাটী" মুর্শিদাবাদ জানেওয়াল। উতারে” শব্যে চীৎকার করিতে লাগিল । দেবগণ সেই শবদ অমুসারে মোট মাটারি সহ নামিয়া গেটের নিকট উপস্থিত হইলেন । গেটের নিকট যাইয়া দেখেন টিকিট কলেক্টর একজন অসভ্য বিহারীকে লইয়া মহাবিপদগ্ৰস্ত হইয়াছেন। তিনি টিকিট চাহিতেছেন, কিন্তু সে ব্যক্তি প্রাণাস্তে দিতেছে না, বলিতেছে—”টিকিস কেঁউ দেঙ্গে ? হাম কভি নেই টিকিস দেঙ্গে । তোমার বিশোয়াস