ভাগলপুর ఇవNలి দালান নামে একটী পুরাতন দালানের কতকগুলি কাল পাথরের পিলার অষ্ঠাপি বর্তমান আছে। উহার মধ্যে অসভ্য সাঁওতালের সাক্ষ্য দিতে আসিয়া বাস করিয়া থাকে। দালানটী ৫০/৬০ হাত দীর্ঘ ও ১০।১২ হাত প্রশস্ত হইবে । উহার ছাদ খিলানের উপর ছিল । রাজমহলের বাজারে অনেকগুলি খাদ্য দ্রব্যের দোকান আছে। এখানকার অধিবাসীদের মধ্যে অধিকাংশই মুসলমান, অত্যন্স মাত্র হিন্দু। নবাব-দেলরি নামক স্থানেরও অদ্যাপি ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায়। এখানে জুম মসজিদ নামে একটা কাল পাথরের মসজিদ আছে। ঐ মসজিদ পূৰ্ব্বে অনেক বহুমুল্য প্রস্তরাদি দ্বারা সুসজ্জিত ছিল—এক্ষণে আর নাই । এক্ষণে মসজিদ মধ্যে গো অশ্ব প্রভৃতি পশ্বাদি বাস করিয়া থাকে। মসজিদে পূৰ্ব্বে ফোয়ার দ্বারা গঙ্গাজল আনান হইত। এক্ষণে ফোয়ারাটীর চিহ্নমাত্র আছে । মসজিদের সন্নিকটস্থ উচ্চ ভূমির উপর বেগমদিগের বাসস্থান,ছিল, এক্ষণে ঐ স্থানের ধ্বংসাবশেষের উপর লতা গুল্ম বিরাজ করিতেছে। উহার সন্নিকটে অনেকগুলি কবর আছে । এখানে বিষয়-কৰ্ম্মোপলক্ষে ১৯l২০ জন বাঙ্গালী বাস করিয়া থাকেন। একটা মধ্য শ্রেণীর বিদ্যালয় আছে। রাজমহলের তামাক বড় বিখ্যাত । ট্রেণ আবার ছাড়িল এবং হুপাছপ শব্দে ধূম উদগার করিতে, করিতে কয়েকট ষ্টেশন অতিক্রম করিয়া নলহাটীতে যাইয়। উপস্থিত হইলে এক ব্যক্তি “নলহাটী” “নলহাটী" মুর্শিদাবাদ জানেওয়াল। উতারে” শব্যে চীৎকার করিতে লাগিল । দেবগণ সেই শবদ অমুসারে মোট মাটারি সহ নামিয়া গেটের নিকট উপস্থিত হইলেন । গেটের নিকট যাইয়া দেখেন টিকিট কলেক্টর একজন অসভ্য বিহারীকে লইয়া মহাবিপদগ্ৰস্ত হইয়াছেন। তিনি টিকিট চাহিতেছেন, কিন্তু সে ব্যক্তি প্রাণাস্তে দিতেছে না, বলিতেছে—”টিকিস কেঁউ দেঙ্গে ? হাম কভি নেই টিকিস দেঙ্গে । তোমার বিশোয়াস
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।