পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৪ - দেবগণের মর্ত্যে আগমন না হোয় তো হামার সাৎ চল, হাম র্যহাসে লিয়া মোকাবেলা কন্তু দে।” টিকিট কলেক্টর দেখিলেন, এ ব্যক্তি সহজে টিকিট দিবে না ; অগত্য *পুলিস ম্যান” “পুলিস ম্যান” শব্দে চীৎকার আরম্ভ করিলেন। তখন সে পরিধের বস্ত্রের এক প্রাস্ত কোমর হইতে টানিয়া বাহির করিয়া বত্রিশ বন্ধন মুক্ত করিয়া টিকিট খানি খুলিয়া বাহির করিল এবং টিকিট কলেক্টরের হাতে দিয়া চলিয়া গেল। দেবতারাও নিজ নিজ টিকিট দিয়া গেটের বাহিরে যাইলেন এবং একটা দোকানে জলযোগ করিয়া গল্প করিতে লাগিলেন। বরুণ কহিলেন “অতি প্রত্যুষে এই গাড়ী আজিমগঞ্জে ষাইরা থাকে। আপাততঃ চল, আমরা গাড়ীর একটী কামরাতে শয়ন করিয়া রাত্রি যাপন করি। এই কথায় সকলে সন্মত হইলে দেবগণ গাড়ীতে উঠিয়া দেখেন—এক একটী ক্লাশ যেন ঘোড় দৌড়ের মাঠ । তৃতীয় শ্রেণীর গাড়ীতে বসিবার জন্ত কোন বেঞ্চি নাই। যাহা হউক, তাহার মেজেতে শতরঞ্চি বিছাইয়া শয়ন করিলেন এবং জ্যোৎস্নার আলোকে এক একথানি গাড়ীতে কতগুলি করিয়া আড়া মট্কা লাগিয়াছে, হিসাব করিয়া দেখিতে লাগিলেন। অতি প্রত্যুষে বরুণ যাইয়া কয়েকখানি টিকিট খরিদ করিয়া আনিলেন । ক্রমে একখানি কল আসিয়া গাড়ীতে লাগিল । বরুণ কহিলেন “সকলে পিতামহকে বেষ্টন করিয়া ধরিয়া বসিয়া থাক। কারণ, গাড়ী যাইবার সময় কখন নিম্নে নামিবে, কখন উৰ্দ্ধে উঠিবে ; অতএব সেই সময় উনি না হঠাৎ পতিত হইয়া গুরুতর আঘাত প্রাপ্ত হন।” এই কথায় সন্মত হইয়া দেবগণ পিতামহকে ধরিয়া বসিলেন । গাড়ীও গজেন্দ্র গমনে SBS SDDBBS SSSBBS BB BBB BBB BBBB BBB করিল। নারায়ণ হাস্ত করিয়া কহিলেন “বরুণ ! এ গাড়ী ঘুটের জালে চলে ?”