৩০০ দেবগণের মর্ত্যে আগমন দেখাইতে লাগিলেন। দেবরাজ অনেকক্ষণ একদৃষ্টি চাহিয়া দেখিয়া কহিলেন “কামানটী প্রায় দশ হাত হইবে ” উপ। রাজা কাক, কামানদাগ অপেক্ষ বজ্ৰাঘাত ক’লে ত চলতে পারবে। এখান হইতে সকলে একস্থানে যাইয়া উপস্থিত হইলে ইন্দ্র কহিলেন “বরুণ! দেখা যাচ্চে-ওটা কি ?” বরুণ। নবাবের এমাম বাড়ী । হুগলীতে একটি এমাম বাড়ী আছে, তদপেক্ষ এ এমাম বাড়ীট বৃহৎ । এখানে মুসলমানের উপাসনাদি করিয়া থাকে। এমাম বাড়ীর ওদিকে ২৩টি পিতলের কামান আছে । মুসলমানদিগের কোন পর্বোপলক্ষে এ বাড়ীতে এমন ভিড় হয় যে বায়ু প্রবেশের পথ থাকে না । মহরমের সময় এই স্থানে অতিরিক্ত জাক জমক হইয়া থাকে । ইন্দ্র। ওদিকে দেখা যাচ্চে—ও বাড়ীটি কি ? বরুণ ৷ নিজামত স্কুল এবং নিজামত কলেজ । নিজামত স্কুলে বিনা বেতনে বিদ্যাশিক্ষা দেওয়া হইয়া থাকে। নিজামত কলেজে শুদ্ধ নবাবপুত্রের বিদ্যাভ্যাস করেন । নারা । নবাব পুত্ৰগণের জন্য একটী কলেজের ব্যয় বহন করেন ? বরুণ। নবাবের পুত্ৰগণ যে তোমার যদুবংশ । সেই বংশাবলির পাঠ করিবার স্থান কলেজে সংকুলান হয় না। তোমার ১০৮ মহিব আছেন— ইহঁার যে কত ১৫৮ আছেন গণিয়া সংখ্যা করা যায় না ! ব্ৰহ্মা । নবাবের বৃহৎ সংসার কি উপায়ে চলে ? বরুণ । ইনি গবৰ্ণমেণ্ট হইতে কয়েক লক্ষ টাকা পেন্সন পান । ব্ৰহ্মা । পেন্সন কি ? বরুণ। ইংরাজরাজ কোন উচ্চ বংশের বংশাবলির অবস্থা মন্দ হইলে অনুগ্রহশ্বরূপ কিছু কিছু টাকা দেন, তাহাকেই পেন্সন কহে।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।