পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরশিদাবাদ రింరి পাণের ডিপে, জলখাবার গ্লাস ও ঘটর যেমন সুন্দর গঠন, তেমনি উৎকৃষ্ট রৌপ্যের স্তায় বর্ণ। নারা। আমাকে কিছু কিনে দেও। ব্ৰহ্মা। না, তোমাকে কিনে দিয়ে কি হবে ? তুমি কি যত্ন করে রাখতে জান ? এখান হতে নিয়ে গিয়ে হয় ত নলহাটিতে ফেলে দিয়ে যাবে। তার পর কলিকাতায় গিয়ে তোমার স্মরণ হবে । নারা । না, এবার বুকে ক’রে রাখবো । দেবগণ বাসনাদি খরিদ করিয়া যেমন দোকান হইতে বাহির হইতেছেন, উপ একটা সাহেবকে রাস্ত দিয়া যাইতে দেখিয়া চুটিয়া গিয়া “শুড মর্ণিং সাবৃ” বলিয়া সেলাম করিল। সাহেবও “গুড়, মৰ্ণিং” বলিয়। তাহার সেলাম প্রত্যৰ্পণ করিলেন । পিতামহ দেখিয়া অবাকৃ! মনে করিলেন—উপ বড় কম লোক নয়, উহার সাহেব স্থবোর সহিত ইংরাজীতে কথাবার্তা কহিবার বেশ ক্ষমতা আছে । তিনি দেবরাজকে গা টিপিয়৷ দেখাইয়া কহিলেন,—“ইন্দ্র ! দেখ, উপ কেমন ইংরাজীতে কথা বলতে পারে ; এমন ছেলের চাকরী হ’চ্চে না ?” নারা । বরুণ ! বাজারে এত মিষ্টান্নের দোকান দেখা যাইতেছে, এখানকার খাদ্যদ্রব্যের মধ্যে ভাল কি ? বরুণ। খাগড়ার মুড়কী বড় বিখ্যাত। দেবগণ ভ্ৰমণ করিতে করিতে ক্লান্ত হওয়ায় একটী ময়রার দোকানের নিকট উপবেশন করিলেন । এই সময় দোকানী নিজের ৪৫ বৎসরের একটা শিশু সন্তানকে দোকান রক্ষার ভার দিয়া বাটীর মধ্যে আহার করিতেছিল। একজন জুয়াচোর অবসর বুঝিয়া দোকানে প্রবেশ করিয়া টপ টপ করিয়া রসগোল্লা খাইতে আরম্ভ করিল। তখন বালক চীৎকার করিয়া কহিল, “বাবা, খাচ্চে ” পিত কহিল কে ?”