মুরশিদাবাদ ایده ای দান করেন। ১৮৭৬। ৭৭ সালে মিস মিলম্যান-প্রতিষ্ঠিত কলিকাতা স্ত্রীবিদ্যালয়ে দশ হাজার টাকা, আলিগড় কলেজে এক হাজার টাকা, রঙ্গপুর হাইস্কুলে চারি হাজার টাকা, কলিকাতা জিওলজিকেল গার্ডেনে ১৪ হাজার টাকা, কলিকাতা দুর্ভিক্ষনিবারণী সভায় আট হাজার টাকা, বাখরগঞ্জে মহাঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদিগের সাহায্যার্থ তিনি হাজার টাকা, দান করেন। ঐ বৎসর ১১ হাজার এক শত একুশ টাকার বস্ত্র খরিদ করিয়া দরিদ্র ব্রাহ্মণপণ্ডিতদিগকে দান করিয়াছিলেন। তদ্ভিন্ন পাঁচ শত টাকা জঙ্গিপুর ডিস্পেন্সরিতে, দশ হাজার টাকা মান্দ্রাজ ফ্যামিন রিলিফ ফণ্ডে, এক হাজার টাকা টেম্পল নেটিভ এসাইলমে,পাঁচ শত টাকা হাবড়া ডিস্পেন্সরিতে, তিন হাজার টাকা কলিকাতা ওরিএন্টেল সেমিনারিতে, এক হাজার টাকা নবদ্বীপ ও বাকুড়ার অগ্নিদহে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদিগের সাহায্যার্থ, পাঁচ শত টাক কলিকাতা ডিষ্ট্রক্ট চেরিটেবল সোসাইটতে, হাজার টাকা ম্যাকডনেল্ড ইণ্ডিয়া এসোসিয়েনে, এবং প্রায় দুই লক্ষ টাকা ক্ষুদ্র ক্ষুদ্র দানে ব্যয় করেন। ইহঁার মুরশিদাৱাদ, পাবন, দিনাজপুর, মালদহ, রঙ্গপুর, বগুড়ি প্রভৃতি প্রত্যেক জেলায় বিষয় থাকায় এবং কলিকাতায় অনেক ভাড়াটে বাড়ী থাকায় ঐ সমস্ত স্থানের দরিদ্রগণের অবস্থা সহজেই জানিতে পারেন । ইন্দ্র। বরুণ ! তুমি রাণীর সুদক্ষ দেওয়ানের বিষয় কিছু বল । বরুণ ৷ ইহঁীর দেওয়ানের নাম রায় রাজীবলোচন রায় বাহাদুর । ইনি জাতিতে কায়স্থ, ঢাকা জেলার অন্তর্গত তিল্লিগ্রামে ইহঁর পৈতৃক বাস । ইহার উপাধিতে দত্ত। নবাব সরকারে কৰ্ম্ম করায় রায় উপাধি প্রাপ্ত হন। তিল্লির রায়ের সন্ত্রান্ত পরিবার। ইহার পিতার নাম রামলোচন রায়। রাজীবলোচন বাল্যকালে কলিকাতা মাদ্রাসায় পারস্ত ভাষা শিক্ষা করেন। পাঠ সমাণ্ডে মুরশিদাবাদের ফৌজদারী আফিসে একটা কৰ্ম্ম হয়। ইহার পর মহারাজ কৃষ্ণনাথ রায় ইহঁাকে রংপুরের মোজার নিযুক্ত করেন। কয়েক বৎসর মোক্তারি করার পর তুষভাণ্ডারের
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।