ర్ఫిs দেবগণের মর্ত্যে আগমন নলছাটাতে উপস্থিত হইলেন এবং বৰ্দ্ধমানের টিকিট লইয়া ট্রেণে উঠলেন। ট্ৰেণ ছপাছপ শবে ছুটিতে ছুটতে রামপুরহাটে আসিয়া উপস্থিত হইল। । ইন্দ্র । বরুণ ! এ ষ্টেশনটর নাম কি ? . বরুণ। এ স্থানের নাম রামপুরহাট। রামপুরহাট একটা চেঞ্জিং ষ্টেশন অর্থাৎ এই ষ্টেশনে গাড়ীর কল ও কলচালকের পরিবর্তন হয়। স্থানট স্বাস্থ্য সম্বন্ধে মন্দ নহে। এখানে গবর্ণমেণ্টের ২১ট ক্ষুদ্র ক্ষুদ্র আফিস, আদালত, একটা মধ্যশ্রেণীর বিদ্যালয় আছে এবং বাঙ্গালী বাবুদিগের যত্নে একটা হরি সভা ও ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠ হইয়াছে। আবার ট্রেণ ছাড়ল এবং ট্রেণ একটা ষ্টেশন অতিক্রম করিয়া সিস্থিয়া ষ্টেশনে আসিয়া উপস্থিত হইলে দেবগণ দেখিলেন—অনেকগুলি যাত্রী উঠিল এবং কতকগুলি নামিল যাহারা নামিল, তন্মধ্যে একজন কহিল “এ রামকান্তে, বেগটা এগুয়ে দেও।” নারা । বরুণ ! এ সব যাত্রী কোথাকার এবং এ স্থানের নাম কি ? বরুণ । এ সব যাত্রী রাঢ়দেশের । এ স্থানের নাম সিস্থিয়া । সিস্থিয়া ময়ূরাক্ষী নামক নদীর তীরে অবস্থিত। এই ষ্টেশনে নামিয়া গাড়ী কিংবা পান্ধীযোগে বীরভূম নামক স্থানে যাওয়া যায়। বীরভূম এখান হইতে দশ মাইল দূরে অবস্থিত। বীরভূম পূৰ্ব্বে একটা জেলা ছিল। ঐ স্থানের সদর ষ্টেশনের নাম সিউড়ি । ছোট লাট ক্যাম্বেল সাহেব কর্তৃক এই জেলাটি খণ্ডে খণ্ডে বিভক্ত হইয়া কতক বহরমপুর ও কতক ভাগলপুর জেলার সহিত সংলগ্ন হইয়াছে। এক্ষণে সিউড়ি একটী ক্ষুদ্র আকারের “বি” শ্রেণীর ডিট্রিক্ট মাত্র । পুৰ্ব্বে সিউড়ি বড় স্বাস্থ্যকর স্থান ছিল। এক্ষণে ম্যালেরিয়া জরের প্রাদুর্ভাব হওয়াতে ছয় সাতটি ডিস্পেন্সরি উত্তমরূপ চলিতেছে । ঐ স্থানে এক্ষণে একটা দাতব্য চিকিৎসালয়, বঙ্গ ও ইংরাজী বিদ্যালয় প্রভৃতি আছে । - , . " ইন্দ্র। এ দেশে জমিদার কেউ আছে ?
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।