পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরশিদাবাদ రి)ను এবং সরকারী টাকা হইতে অনেক নূতন নূতন রাস্তাও নিৰ্ম্মাণ করাইতেছেন । • উপ প্রায় সমস্ত পথ গাড়ীর দ্বারের নিকট দাড়াইয়া দেখিতে দেখিতে যাইতেছিল। এই সময় চীৎকার করিয়া কহিল “ঠাকুর কাক । বিস্তর শিবমন্দির।” বরুণ কহিলেন “তবে বৰ্দ্ধমানে গাড়ী আসিল ।” এই কথা শ্রবণে দেবগণ দ্বারের নিকট যাইয়া দেখেন দূরে অনেকগুলি ঝাউগাছ ও তাহাদের ভিতর দিয়া ২১টা অট্টালিকা দেখা যাইতেছে। এই সময় গাড়ী SBBBSS SBBSS SBBSS SBBSS SBBSS SBBSS SBBSBBS BB করিয়া ষ্টেশনের মধ্যে প্রবেশ করিল। দেবগণ চাহিয়া দেখেন—আর একখানি গাড়ী রাস্তায় দাড়াইয়া আছে। তাহার কলখানা সে সো” শব্দ করিতেছে । কলের নিকটে এক শ্বেতাঙ্গ পুরুষ দাড়াইয়া আছেন, তাহার পাশে কালী ঝুলী মাখা একজন হিন্দুস্থানী, তাহার মাথায় টুপী—গাত্রে সবুজ রঙ্গের একটী কোট ও পাজাম—মুদ্রগরের আঘাতে কয়লা ভাঙ্গিতেছে। আর একব্যক্তি—ঠিক তদ্রপ—কলথানার পাশে গিয়া ছেড়া চট দিয়া গাত্র মুছাইয়া দিতেছে। র্তাহার। আরো দেখিলেন, ষ্ট্রেশনটা বড় সুন্দর—উভয়দিকে অট্টালিকাশ্রেণী, প্লাটফরমে অসংখ্য ইংরাজ ও বাঙ্গালী ব্যাগ হস্তে দাড়াইয়া আছে। চতুৰ্দ্দিকে “চাই ক্ষীর” “চাই পাণ” শব্দ হইতেছে। মুসলমান ও হিন্দু ভূত্যের জলের কুঁজে হস্তে ছুটাছুটি আরম্ভ করিয়াছে। প্রত্যেক কামরায় “জল জল” শব্দে চীৎকার হইতেছে। আরোহীদিগের মধ্যে অনেকে ছুটয়া গিয়া শালপাতের ঠোঙ্গায় সীতাভোগ, লালমোহন প্রভৃতি খাদ্যদ্রব্য খরিদ করিয়া আনিতেছে। দেখিতে দেখিতে এক গৌরাঙ্গ পুরুষ গাত্রের বোটক গন্ধ বাহির করিয়া আসিয়া কটাস শব্দে গাড়ীর দ্বার খুলিয়া “টিকেট টিকেট” শব্দ করিতে লাগিল। দেবগণ টিকিট দিয়া অপর যাত্ৰিগণের সহিত ষ্টেশনের বাহির হইলেন।