পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిఫ్చి8 দেবগণের মর্ত্যে আগমন ব্ৰহ্মা। বরুণ ! কুলাঙ্গারের ঢোল বাজায়ে বাড়ীম্বর বেচে নিচ্চে দেখেও কি চক্ষু ফুটে না । - এখান হইতে বরুণ দেবগণকে দক্ষিণদিকের ঘাটের চাদনির নিকট লইয়া গেলেন এবং কহিলেন “এই চাদনিট তিন-তালা। ইহার গৃহগুলি অতি সুন্দররাপে সাজান আছে। একটা গৃহে ১০৮ ডালের একটী ঝাড় ছিল। ঝাড়টা বজ্রাঘাতে ভাঙ্গিয়া গিয়াছে। কোন বিদেশীয় রাজা কিংবা সন্ত্রান্ত ইংরাজ বৰ্দ্ধমান ভ্রমণে আসিলে মহারাজ র্তাহাদিগকে অতি সমাদরের সহিত এই স্থানে বাসা দিয়া থাকেন। এই বৈঠকখানাট ও বাগানবাটীতে রাজার অনেকগুলি চাকর প্রতিপালিত হইতেছে। ক্রীপঞ্চমীর সময় এবং মহারাজ ও মহারাণীর জন্মতিথিপূজা (সালগির) উপলক্ষে এই কৃষ্ণসায়েরের তীরে অনেক টাকার বাজী পুড়ে।” ইন্দ্র । এই বৈঠকখানা দেখবার হুকুম আছে ? বরুণ। আছে, চল তোমাদিগকে দেখাইয়া আনি । , বরুণ দেখাইয়া আনি বলিতে না বলিতে,উপ সৰ্ব্বাগ্রে সিড়ি ভাঙ্গিয়৷ উপরে উঠিল এবং সে ক্রতপদে উপরে রাজা দাড়াইয়া আছেন” এই সংবাদ দিতে আসিতে না আসিতে দেবগণ সেই স্থানে উপস্থিত হইয়া সম্মুখে রাজাকে দেখিয়া স্তম্ভিত হইয়া দাড়াইয়া রহিলেন। যখন দেবগণ হঠাৎ রাজাকে সম্মুখে উপস্থিত হইয়া থমকিয়া দাড়াইয়। পরম্পর পরস্পরের মুখ চাহিতে লাগিলেন, বরুণ কহিলেন “পিতামহ । ইনি প্রকৃত রাজা নহেন, মৃত্তিকার দ্বারা রাজার প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিয়া রাখিয়া দিয়াছে।” -- দেবগণ গৃহগুলি দেখিয়া প্রশংসা করিতে করিতে যেমন নামিতেছেন, অমনি কালান্তক যম আসিয়া পিতামহের জীচরণে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন । , - - ব্ৰহ্মা। যম! তুমি কোথা থেকে ?