পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৰ্দ্ধমান ৩২৫ যম। আজ্ঞে, আমি আজ কাল কয়েক বৎসর বাঙ্গালাদেশে ঘুরে ঘুরে বেড়াচ্চি। উলা, শান্তিপুর, কৃষ্ণনগর এবং গঙ্গার উভয় তীরস্থ দেশগুলি পৰ্য্যটন করিয়া সম্প্রতি বৰ্দ্ধমানে আসিয়াছি। বাকার ধারে আমার তালু পড়েছে। ব্ৰহ্ম ৷ যম । আমার সঙ্গে তোমার কি কিছু বিবাদ আছে। আমার মানুষেরা রঙ্গভূমে রঙ্গ দেখাইয়া আপনা-আপনিই লয় প্রাপ্ত হইবে । তোমার স্বয়ং এত কষ্ট স্বীকার করার আবশুকতা কি ? দেখ—মর্ত্যে আসিয়া সময়ে সময়ে লোকের কদৰ্য্য কাজ দেখিয়া আমারই এক একবার এমন রাগ হইতেছে যে, পৃথিবী ধ্বংস করি ; কিন্তু স্বহস্তে নিৰ্ম্মাণ করিয়া ভাঙ্গিতে আমার বড় মায় হইতেছে। তুমি আমার বিনা অনুমতিতে কি ভাল কাজ করিতেছ ? যম। আজ্ঞে, আমি প্রতিজ্ঞ করিতেছি, একেবারে ভাঙ্গিব না, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কোন চিন্তা নাই । ব্ৰহ্মা । তা হ’লেই হ’লে৷ যম । দেখুন পিতামহ ! আমার নাম ধৰ্ম্ম । আমা কর্তৃক কখন অধৰ্ম্মাচরণ হইবে না। পাছে আপনার স্বষ্টিনাশ হয়, এই আশঙ্কায় আমি ২৪৷২৫ বৎসরের কার্যক্ষম অথচ ৫৭ট পুত্র কম্ভার পিতাকেই গ্রহণ করিতেছি । যাহাঁদের পুত্র কন্যা নাই অথবা বিবাহ হয় নাই, তাহাদিগকে আমি খুব কম গ্রহণ করি। দেখুন বাঙ্গালীরা আজকাল ২১২২ বৎসরের মধ্যে সংসারের সকল সাধ মিটাইতেছে। ১৪ বৎসরে বিবাহ করে, ১৬ বৎসরে পুত্রের মুখ দেখে। ২০ বৎসরে তাদের সকল সাধ মিটিয়া যাইলে আমার গ্রহণ করিতে দোষ কি ? আমি স্ত্রীলোক ও বিধবাদিগকে খুব কম গ্রহণ করি ; জানি তাহার বেঁচে থাকিলে যে-সে প্রকারে মনুষ্যসংখ্য বেশী হইবার সম্ভাবনা । ব্ৰহ্মা । বেশ বেশ ! তোমার ও টিনের বাক্সের মধ্যে কি আছে ?