পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wOSDe দেবগণের মর্ত্যে আগমন গ্রীষ্মকালে বড় শীতল থাকে। গৃহটী উত্তমরূপে সাজান আছে। এখান হইতে সকলে একটা ক্ষুদ্র পুষ্করিণীর তীরে যাইয়া দেখেন, অসংখ্য বৃহদাকার মৎস্ত জলে সস্তরণ দিতেছে। বরুণ। পিতামহ । এই ষে চারি পাণ্ড উত্তমরূপে ইষ্টক দ্বারা বাধান পুষ্করিণীটা দেখিতেছেন, ইহার নাম গজগিরি পুষ্করিণী। পুষ্করিণীর পশ্চিমদিকে ঐ যে একটা বৈঠকখানা রহিয়াছে, ঐ স্থানে বসিয়া বৰ্দ্ধমানাধিপতি মধ্যে মধ্যে মোসাহেবদিগের সহিত মৎস্ত ধরিয়া থাকেন এবং শীতকালে ঐ ছাদের উপর উঠিয়া ঘুড়ি উড়ান। উপ। বরুণ কাকা! আমার ত আর চাকরী বাকরী হ’লে না, ইচ্ছা করে বর্দ্ধমানের রাজার মোসাহেবী করি। মোসাহেবদের মাইনে কত ? বরুণ কাকা । বল না মাইনে কত ? এখান হইতে দেবগণ নগরের মধ্যে প্রবেশ করিলেন। সকলে রাজার গোলাবাটীর নিকটে উপস্থিত হইয়া দেখেন—অসংখ্য দীন দুঃখীকে অকাতরে চাউল, লবণ ইত্যাদি বিতরণ করা হইতেছে। তাহার রাজার দানের প্রশংসা করিতে করিতে অশ্বশালার নিকটে যাইয়া দেখেন— ৩•৪•ট সুন্দর সুন্দর অশ্ব বিরাজ করিতেছে। সহিসের তাহাদের গাত্রে হস্ত বুলাইয়া দিতেছে। - - এখান হইতে সকলে গাড়ির আস্তাবলের নিকট উপস্থিত হইয়া দেখেন—অনেকগুলি গাড়ি রহিয়াছে। এই সময় আস্তাবলের ছাদ হইতে *ঢং” “ঢং” শব্দে নয়টা বাজিল। ইহার পর দেবগণ রাজপ্রাসাদের নিকটে উপস্থিত হইয়৷ একদৃষ্টে চাহিতে লাগিলেন। বরুণ। পিতামহ । এই রাজপ্রাসাদ। বাড়ীটা সৰ্ব্বসমেত তিন তালা। ইহার এক একটা গৃহ এমন মুলাররূপে সাজান আছে যে, স্বরলোকে তেমন আছে কি ন সন্দেহ ! ইন্দ্র। গৃহগুলি দেখিতে পাওয়া যায় না ?