বৰ্দ্ধমান అతి: “চল না বলিয়। বরুণ দেবগণসহ প্রাসাদের মধ্যে প্রবেশ করিলেন। সকলে প্রস্তরনিৰ্ম্মিত জলের ঢেউ খেলান মেঝের উপর উপস্থিত হইয়া জলে আছেন কি স্থলে আছেন বিশ্বত হইলেন। গৃহটর চতুর্দিকে বৃহদাকার আয়না সকল এরূপ ভাবে সংস্থাপিত আছে যে, তাহার স্বার ভ্ৰমে বহির্গত হইতে যাইয়া ঘন ঘন আঘাত প্রাপ্ত হইতে লাগিলেন এবং প্রত্যেকে প্রত্যেকের প্রতিবিম্ব আয়না মধ্যে দেখিয়া, কে কোন গৃহে আছেন স্থির করিতে না পারিয়া পরস্পরে পরস্পরকে ডাকিতে লাগিলেন । এইরূপে দেবগণ প্রত্যেক গৃহ দেখিয়া বেড়াইতে লাগিলেন। গৃহগুলিতে বদ্ধমান রাজবংশের আদিপুরুষগণের এবং কলিকাতার অনেক সুপ্রসিদ্ধ ব্যক্তির প্রতিমূৰ্ত্তি থাকাতে পিতামহ বরুণকে জিজ্ঞাসা করিতে লাগিলেন “এ কাহার চেহারা ?” “ও কাহার চেহারা ?” এখান হইতে বহির্গত হইয়া ইন্দ্র কহিলেন, “বরুণ, বৰ্দ্ধমানের রাজবংশের আদিপুরুষ কে ?” বরুণ। এই বংশের আদি পুরুষেব নাম আবুরায়। ইহঁার জন্মস্থান পঞ্জাব । ইহঁার জাতিতে ক্ষত্রিয়। আবুরায় পঞ্জাব পরিত্যাগ করিয়া বৰ্দ্ধমানে আসিয়া বাস করেন। ইনি বৰ্দ্ধমান চাকৃলার ফৌজদার কর্তৃক ১০৬৮ সালে এই নগরস্থ “পিক-অব” নামক বাদসাহের একটা উদ্যানের কোতোয়ালি-পদে নিযুক্ত হন । নারা। বরুণ! সম্মুখে ঐ সুন্দর বাড়ীটা কি ? বরুণ । উহার নাম মহাতাপ-মঞ্জিল। এ বাড়ীটাও সুন্দররাপে সাজান আছে। মহারাজ মহাতাপচন্দ্র বাহাদুর নিৰ্ম্মাণ করাইয়া নিজের নামানুসারে ঐ নাম দিয়াছেন । ইন্দ্র । ও বাড়ীতে রাজার কি হয় ? বরুণ। ঐ বাড়ীতে তিনি কাছারি করিতেন। ঐখানে মহাভারত সেরেস্ত থাকিত। রাজা সংস্কৃত মহাভারত বঙ্গভাষায় অনুবাদ করাইয়া
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।