○8ら দেবগণের মর্ত্যে আগমন এই সময় ছুটী বাবু শালের পাগড়ী মাথায় উকীলের বেশে আসিয়া বেগুলিয়ে উপস্থিত হইলেন । তন্মধ্যে একজন হাসিতে হাসিতে একটী বেস্তার হন্তে এক জোড়া শাল প্রদান করিলে বেগু মহাসমাদরে বাবুর হস্ত ধরিয়া গৃহের মধ্যে লইয়া গেল। অপর বাবুট কত কঁাদিল, সাধ্য সাধনা করিল ; কিন্তু বেশু “তোর আর আছে কি ? নীলামে যথাসৰ্ব্বস্ব বিক্ৰী ক’রে নিয়েছি। তুই দুর হু” বলিয়া বিদায় করিয়া দিল । বরুণ । পিতামহ ! এই দুই বাবু আপনার অপরিচিত নহেন। সেই কাচি-কাটা শালের বাবু উনি। আর ঢোল বাজায়ে যথাসৰ্ব্বস্ব বিক্রয় হওয়ার বাবু ইনি। ব্ৰহ্মা। শ্ৰীবিষ্ণু ব্ল্যা ! কি নির্লজ্জ । তারাই এর ? বরুণ ! বলিহারি ইংরাজ বিচারকে । “এক, দুই, তিনখ বলিয়া যেই ঢোলে কাটি মারিল, অমনি ভিটেমাটি বিক্রয় হইয়া গেল । আমি আশ্চৰ্য্য হচ্চি—এদের কি বুকের পাট । নচেৎ যে রাজ্যে দেনা করে আজ হবে না, কাল দেব বলতে দেরি সয় না, সেই রাজ্যে কর্জ ক’রে বেঙ্গ্যালয়ে যায়। ইহার কি মহাপাপী ! ইহার পর তাহার এক স্থানে উপস্থিত হইয়া দেখিলেন—কলে দামোদর হইতে জল আনিয়া বাকী বোঝাই করিয়া দিতেছে। বরুণ কহিলেন “বাকায় সকল সময় জল থাকে না, এজন্ত ইংরাজরাজ প্রজার জলকষ্ট দূর করিবার জন্ত দামোদর হইতে কলে জল আনিয়া বাকী বোঝাই করিয়া দেন। বাকী বোঝাই হইলে কল বন্ধ করিলে আবার জল আসা বন্ধ হইয়া থাকে।” নারা । কল বন্ধ করিলেই আর জল আসে না ? ব্ৰহ্মা। ওরে ভাই, বুঝিস নে ? এরা কলে সব ক’ত্তে পারে! নারা । আজ্ঞে, বুঝিচি। - এখান হইতে দেবগণ ব্রাহ্মসমাজ, স্কুল, থানা, কাছারি ইত্যাদি দেখিয়া
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।