পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৰ্দ্ধমান w)30 বৃদ্ধ। বাবা । আমরা বুড়ে বয়সে আর কাজকৰ্ম্ম করিতে পারিনে ব’লে মার খাওয়াচ্চে ; বধুরা যেমন ব’ল্লে—‘এরা আর কাজকৰ্ম্ম করে না, কেবল বসে বসে খায়”—অমনি হুকুম দিলে—“মার হারামজাদ ও হারামজাদীকে ৷” ব্ৰহ্মা। হা ভগবান! কি দেখলাম ! বজ্রাগ্নি আর নিস্তেজ থেকে না। আর বর্দ্ধমান দর্শনের আবশুকতা নাই, পালাই চল । নচেৎ পাপ ম্পর্শ করিবে । দেবগণ দ্রুতপদে ষ্টেশন অভিমুখে চলিলেন। যাইতে যাইতে ইন্দ্র কহিলেন, “কত কি দেখছি, মনে থাকৃচে না ; দোত কলমটাও গাড়ীতে ফেলে এসেছি। এমন কোন দ্রব্য নাই, বিনা কালীতে লেখা যায়, তাহা হইলে সমস্ত ঘটনা নোটবুকে টুকে রাখি।” “ত ব’লতে হয়, একটা উডেন পেন্সিল কিনে দিতাম।” বলিয়া একটা দোকান হইতে একটী পেন্সিল খরিদ করিয়া কাটিয়া দেবরাজের হস্তে দিলেন। • - ইন্দ্র । কালী ? বরুণ। উহাতে আর কালী চাইনে—অমনি লিখিতে হয়। *সত্যি !” বলিয়া দেবরাজ লেখেন আর হাস্ত করেন। পিতামহ চাহিয়া দেখিয়া কহিলেন, “বরুণ! এগুলোর নাম কি বলে ? উটােন পেন্‌শিল ?” . নারা । এই সামান্ত কথাটা মনে রাখতে পাল্লেন না ? এর নাম উট পেন্সিল । উপ। ঠাকুরকাক ! তোমারও ত হ’ল না ! এর নাম উডেন পেন্সিল। দেখুন না কৰ্ত্তাজেঠ । ওর মধ্যে সীসা আছে, তাই লেখা যায়। ব্ৰহ্ম। তুই থাম্। আমাকে ছেলে ভোলাচ্চেন! লীসে পিটিয়ে সরু ক’রে এমন রঙচঙ্গে কাঠের মধ্যে ঢোকান কি সহজ কথা !