পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৰ্দ্ধমান •©8ጫ ললিতমোহন সিংহ রায় বেশ সুশিক্ষিত, দাতা, পরোপকারী ও ধাৰ্ম্মিক । ইহঁার প্রজারা যেন রামরাজ্যে বাস করিতেছে । * মুল সিংহ রায়ের কনিষ্ঠ পুত্র হরি সিংহ রায়ের দুই পুত্ৰ—ছক্কণলাল এবং শশিভূষণ সিংহ রায় । ইহার অদ্যপি বর্তমান আছেন এবং দুই ভ্রাতা একত্রে থাকিয়া চকদীঘিতে বাস করিতেছেন । ট্রেণ আবার ছাড়িল এবং অনতিবিলম্বে বৈঁচি ষ্টেশনে আসিয়া দেখা দিল । বরুণ কহিলেন, “এই স্থানের নাম বৈঁচি । এই স্থানে ও ইহার সন্নিকটস্থ দুই একটী পল্লীগ্রামে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জমীদার আছেন। এই স্থান হইতেই বৰ্দ্ধমান জেলা আরম্ভ হইয়াছে।” ব্ৰহ্মা। এই সকল পল্লীগ্রামের জমীদারের কেমন ? বরুণ । ইহঁদের মধ্যে কাহারও কাহারও মন বড় ক্ষুদ্র । একবার এক জমীদার একগাছি ইক্ষু হস্তে করিয়া দাড়াইয়া আছেন, এমন সময় তাহার একটা শিশুপুত্র ছুটয় আসিয়া কহিল “বাবা। আক দে।” এই সময় র্তাহার একটা ভ্রাতুপুত্র ছুটিয়া আসিয়া কহিল “জ্যেঠা মহাশয়! একটু আক দেও?” বাবুর ভ্রাতু-পুত্রকে ফাকি দিয়া আকগাছটি পুত্রকে দিবারই ইচ্ছা ছিল ; কিন্তু সে আসিয়া উপস্থিত হওয়ায় অগত্য আকগাছটি দুই খণ্ডে ভাঙ্গিয় ডগার দিকৃটে ভ্রাতুপুত্রকে দিতে গেলেন। সে কহিল, “এখানা নয়, ও হাতের খানা ।” ইহাতে তিনি প্রতারণা করিবার অভিপ্রায়ে যতবার হাত ফেরফার করেন, সেও ততবার বলে “জ্যেঠামহাশয় । ঐ খান ।” বালকের পিতা বারাও হইতে এই ঘটনা দেখিয়া হাসিতে হাসিতে নামিয়া আসিয়া কহিলেন, “দাদা। চলুন বিষয় ভাগ করিগে।” বাবু কহিলেন “কেন ভাই ?” ভ্রাত কহিলেন “দাদা ! একগাছি আক নিয়ে আমার পুত্রকে প্রতারণা করিতে চেষ্ট পাইতেছেন, যদি আজ কিংবা

  • গবর্ণমেণ্ট ইহাকে রায়বাহাদুর উপাধি দিয়াছেন ।