S)8b- দেবগণের মর্ত্যে আগমন কা’ল আমার মৃত্যু হয়, তবে বিষয় লইয়া আমার শিশুটীর সহিত বে কি করিবেন বলিতে পারি না।” বলিয়া সেই দিন হইতে পৃথক হইলেন। ব্ৰহ্মা । কলিতে এরূপই হইবে । ভাল বরুণ ! ঐ যে একটা রাস্তা দেখা যাইতেছে, ও রাস্তাটা কোথায় গিয়াছে ? - বরুণ। রাস্তাটির নাম গ্রাও ট্রাঙ্ক রোড। ও রাস্তা পলতা নামক স্থান হইতে আরম্ভ হইয়। হুগলি, মগর, পাণ্ডুয়া, মেমরি, বৈঁচি ও বদ্ধমানের নিকট দিয়া রাণীগঞ্জ অভিমুখে চলিয়া গিয়াছে। ইন্দ্র। রাস্তাটির নাম কি ?—গ্রাও ট্রাঙ্ক রোড । ইংরাজরাজ্যে কি রাস্তা-ঘাটেরও নাম আছে ? বরুণ। আছে বৈ কি। যথা—গবর্ণমেণ্ট রোড, ফেরিফও হইতে উদ্ধৃত্ত টাকায় নিৰ্ম্মিত ফেরিফও রোড, মিউনিসিপাল রোড, এবং সাহায্যকৃত রোড ইত্যাদি । ইন্দ্র। আমরাও স্বর্গে গিয়া রাস্তার নামকরণ করিব । আবার ট্রেণ ছাড়িল এবং অনতিবিলম্বে উপ পাণ্ডুয়ার মসজিদ দেখ্রিয়া চীৎকার শব্যে কহিল “বরুণকাকা । ওটা কি ?” বরুণ ৷ পাণ্ডুয়ায় ট্রেণ এল । এই সময়ে ট্রেণ “ঝ ঝনাৎ" শব্দে ষ্টেশনে থামিল । দেবগণ ট্রেণ হইতে নামিয়া দেখেন-চাচার কলিকাতায় কুঁকড়ে চালান দিবার জন্ত এক গণ্ডা, দুই গণ্ডা করিয়া গণে গণে চাঙ্গারি বোঝাই করিতেছে। নারা । বরুণ! এই কুঁকড়োগুলো কি হবে ? বরুণ। কলিকাতার বাজারে উচ্ছে, আলু, তরকারী প্রভৃতির স্থায় বিক্রয় হইবে । আহ ! সাহেববাড়ীর বাবুর্চিরা পেয়াজ ও রমুনের পোটলার সহিত যখন এই দুর্ভাগা পার্থীগুলোর পা ধরিয়া ঝুলাইয়া লইয়া যায়, দেখিলে চক্ষে জল আইসে। মনে মনে ভাবি “পিতামহ ইহাদিগকে পার্থী না করিয়া গাছের ফল করেন নাই কেন ?”
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।