পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাণ্ডুয়া - *}8:S ব্ৰহ্মা। খায় কারা ? - বরুণ। সাহেব ও মুসলমানেরা ; আর আজ কা’ল প্রায় বার আন রকম হিন্দু লোকে । ব্ৰহ্মা। মনুষ্য কি পাষণ্ড । যে পশু-পক্ষী তাহারা নিজ হস্তে প্রতিপালন করে, যে পশু-পক্ষী তাহাদিগকে বিশ্বাস করিয়া নেচে খেলে বেড়ায়, যে পশু-পক্ষী অপর পশু-পক্ষী হইতে ভয় পাইলে আত্মরক্ষার জন্ত প্রভুর নিকট ছুটিয়া আইসে, ইহার এমনি নিৰ্দ্দয় ও নিষ্ঠুর যে, সেই পশু-পক্ষীর অদ্ধ ছটাক মাংস আহার করিবার জন্ত হত্যা করিতে কাতর হয় না ! নারা । পিতামহ । ইহাদের পাপের কি সাজ হইবে ? ব্ৰহ্মা। পরজন্মে ঐ মনুষেরা কুঁক্‌ড়ো হইবে এবং এই কুঁকুড়োর মনুষ্য হইয়া উহাদিগকে জবাই করিয়া খাইবে । পাণ্ডুয়৷ দেবগণ গেটের টিকিট দিয়া বাহিরে আসিয়া দেখেন—কতকগুলি ময়ুরার দোকান। দোকানের এক পাশ্বে ক্লাদি কঁাদি কলা টাঙ্গান এবং স্ত,পাকার ডাব নারিকেল রহিয়াছে। অপর পাশ্বে বাসি খাজা, বাসি জিলাপীর উপর মাছি ভ্যান্‌ ভ্যান্‌ করিতেছে। মোদক ভায়া উনানে আগুন দিয়া, উবু হইয়া বসিয়া ফু পাড়িতেছে এবং এক একবার দুই হস্তে দুই চক্ষুর জল মুছিতেছে। এই সময় কতকগুলা গরুর গাড়ী আসিয়া উপস্থিত হইল। গাড়ীগুলির উপরে ছাপ্পর বাধা ও চারিদিক মোট শতরঞ্চ দ্বারা আচ্ছাদিত। কোন খানির ভিতরে কচি ছেলে কঁাদিতেছে। কোনখানির ভিতর হইতে কৰ্ত্তার সপাছকা ঠ্যাং দেখা যাইতেছে ; গৃহিণী স্বামীর নিকটে শ্বশুর,