পাণ্ডুয় ‘LGO নারা । বরুণ । ঐ ফকির বসে কি করিতেছে ? বরুণ। উনি এই পীরপুকুরের রাজা । পুকুরের যাবতীয় জলজন্তু উইার আজ্ঞাকারী। এই জলে একটি কুম্ভীর আছে, উনি ডাকিলে ডাঙ্গায় আইসে। উপ এই কথা শুনিয়া চুটিয়া গিয়া কহিল, “ওগে, একবার কুমীর ডাক না ।” ফকির কহিল, “কিছু থাইতে না দিলে আসিবে কেন?” উপ তৎশ্রবণে একটা পয়সা দিল, ফকীর “ফতে খ৷ ” শব্দে ডাকিতে লাগিল, অমনি কুম্ভীরটি ডাঙ্গায় আসিয়া উপস্থিত হইল। বরুণ । পিতামহ । আমাদের যেমন গঙ্গামানে মহাপুণ্য, মুসলমানদিগের তেমনি পীরপুকুরে স্নান করিলে মহাপুণ্য সঞ্চয় হয় ; এজন্ত তিথিনক্ষত্রবিশেষে অনেক মুসলমান যাত্রী এখানে স্নান করিতে আইসে । উপ। বরুণকাক ! এসনা—আমরা পীরপুকুরে স্নান করি । বরুণ। না, ন, ও বাশপাত-পচা জলে স্নান করিলে ম্যালেরিয়া জর হবে । এই সময়ে দেবগণ দেখেন শু্যামার মা, ক্ষেমার মা, মেস্কার মা বাঝা মেয়েদের সঙ্গে করিয়া দূরদেশ হইতে সিন্নি ভাসাইতে আসিতেছে। খামার মা কহিতেছে—“আহা ! হামার আমার ছেলে হবার জন্য কত কি করিলাম, কত কবচ ধারণ, হোম, পূজা করা হ’ল, কিছুতেই কিছু হ’ল না। বড় মাসী ব’ল্লেন ‘মা এত ক’বৃচে কেন ? পেড়োয় গিয়া সিন্নি ভাসিয়ে এস ; যদি ভাসে, নিশ্চয় শুiমার ছেলে হবে।’ তাই শুনে ত এলাম, এখন কপালে কি আছে পীরই জানেন ।” ক্ষেমীর মা কহিল *আমারও ঐ জন্তে আসা ; এখন বাবা মাণিকপীর যদি আমার ক্ষেমার কোলে একটি রাঙ্গা খোকা দেন, আবার এসে ভাল ক’রে সিন্নি দেব। সকলে ব’ল্লে—তারকেশ্বরের মোহন্তের কি একটা ভাল ঔষধ আছে, সেই খানে নিয়ে যাও, নিশ্চয় ছেলে হবে । শুনে যাবার উদ্যোগ ক’রূচি, এমন ২৩ zo w
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।