Sóbo দেবগণের মর্ত্যে আগমন নারায়ণের আরো দুই একটা গান শুনিবার ইচ্ছা ছিল ; কিন্তু এই সময় টিকিট দিবার ঘণ্টা দেওয়ায় দেবগণ তাড়াতাড়ি যাইয়। টিকিট খরিদ করিলেন। ওদিকে ট্রেণও আসিয়া ষ্টেশনে উপস্থিত হইল। তাহারা গাড়ীতে উঠিয়া দেখেন—কালান্তক যম পাণ্ডুয়ায় নামিলেন এবং দেবগণকে দেখিতে পাইয়া তাহদের কামরার নিকট আসিয়া পিতামহকে প্রণাম করিয়। কহিলেন, “বৰ্দ্ধমানে কাজ শেষ করিয়া পাণ্ডুয়া দেখিতে আসিলাম । সেখানে আপাততঃ আমার বৈমাত্রেয় ভ্রাতারা ( হাতুড়ে ডাক্তার ও কবিরাজ ) রহিলেন । তাহাদের দ্বারাই বাকী কাজ শেষ হইবে । আমি অস্ত রাত্রে পাণ্ডুয়া দেখিয়া কল্য প্রত্যুষে কলিকাতায় যাইবার মানস করিয়াছি। তথায় আপনাদিগের সহিত সাক্ষাৎ হইবার সম্ভাবনা। কলিকাতায় যাইবার আমার অন্ত কোন কারণ নাই । কেবল আসিবার সময় কালিন্দী কয়েকট। বাধাকপি, কতকগুলো কমলা লেবু এবং ছেলেদের গাত্রে দিবার জন্ত কয়েকখানি রেফার খরিদ করিয়া লইয়া যাইতে বিশেষ করিয়া বলিয়া দিয়াছে, সেই জন্তই যাওয়া ।” ব্ৰহ্ম ৷ যম । তুমি গ্রাম ও নগরগুলি ধ্বংস করিয়া কি ভাল কাজ করিতেছ ? অকালে সব জীবহত্যা করা কি তোমার উচিত হইতেছে ? যম। আঙ্কে, আমি ত স্ব-ইচ্ছায় জীবহত্যা করিতেছি না । তাহাদের ঃখ দেখিয়া দুঃখ দূর করিতেই অগ্রসর হইয়াছি । আমি দেখিতে পাই, লোকে আর পেট পুরে দুগ্ধ পান করিতে পায় না, দুই সন্ধ্যা তৃপ্তির সহিত অল্প আহার করিতে পায় না, ভাল বস্ত্রাদি পরিধান করিতে পায় না, হাতে পয়সা নাই অথচ দেশালায়ের কাঠিটা পৰ্য্যন্ত কিনে সংসারধৰ্ম্ম করিতে হয়। সেই সমস্ত কষ্ট দূর করবার জন্ত চালান দিতেছি। যাহারা আমার আলয়ে যাইবার জন্ত হস্ত তুলিয়া ডাকিতেছে, যাহারা আমার নিকট যাইবার ইচ্ছায় জর হইবামাত্র বিলাতী ঔষধ খাইয়া পেটে প্লীহা ও যকৃৎ করিতেছে, যাহারা সমস্ত দিন কোন পরিশ্রম না করিয়া “আমি কখন ডাকিব” কেবল তাই
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।