পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাণ্ডুয় S)(సి ভাবে, তাহাদিগকেই আমি গ্রহণ করি। ঠাকুরদা ! যে দুঃখভোগ করিতেছে, তাহার দুঃখ যদি না দূর করি,—যে শোকে তাপে কাদে, তাহার কান্না যদি না থামাই,—যে ক্ষুধা তৃষ্ণায় কাতর, তাহার খাওয়া পর যদি না ঘুচাই, আমার যে ধৰ্ম্ম নামে অধৰ্ম্ম হবে । নারা । পাণ্ডুয়ায় এলে কেন ? যম। ভাই ! আমার অনেক দিন পর্য্যস্ত ইচ্ছা আছে—পীরকে এক রাত্রি অন্ধকারে রাখবো । পে শব্দে ট্রেণ ছাড়িল এবং কিছু দূরে যাইলে বিপরীত দিক্ হইতে একখানি ট্রেণ আসিল । উভয় ট্ৰেণ নক্ষত্ৰবেগে সাৎ সাৎ শব্দে বিদ্যুতের ন্তায় অদৃপ্ত হইয়া হুপান্থপু শব্দে ছুটিতে লাগিল । ব্ৰহ্মা। ঐ গাড়ীখানা এ থানার কাছে এলে আমার বড় ভয় হইয়াছিল। এই সময় আকাশে সেঁ। সে শব্দে মেঘ আসিয়া দেখা দিল। “হুড়মুড়” শব্দে মেঘ গর্জন করিতে লাগিল’এবং চতুর্দিক অন্ধকার করিয়া “ঝুপ ঝাপ” শব্দে মুষলধারে বৃষ্টি আরস্ত হইল। ট্রেণও জলে ভিজিতে ভিজিতে খন্তেন ষ্টেশনে আসিয়া উপস্থিত হইল। ষ্টেশনটা দেখিলে বোধ হয়—যেন প্রাস্তর মধ্যে একটী শিবমন্দির ; কিন্তু রেলওয়ের সুব্যবস্থায় ইহার মধ্যে যাহা চাও তাহাই পাইবে । গৃহের এক প্রান্তে টেলিগ্রাফ চলিতেছে। এক প্রান্তে টিকিট বিক্রয় হইতেছে এবং একজন চাপরাশীও খন্তেন” “খন্তোন” বলিয়৷ চীৎকার করিতে ছাড়িতেছে না। ট্রেণ থামিবামাত্র ষ্টেশনমাষ্টার ভিজে বিড়ালের মত গৃহ হইতে বাহির হইয়া ভিজিতে ভিজিতে গার্ডের নিকট আসিলেন । ব্ৰহ্মা। বরুণ! বড় চমৎকার কলই করেছে, ঝড় বৃষ্টি—কিছুতেই থেমে থাকে না । যাহা হউক, যত পথ এলাম, প্রত্যেক ষ্টেশনেই কি রাত্রে, কি দিনে, কি সন্ধ্যায়, কি প্রাতঃকালে, কি ঝড়, কি বৃষ্টি, সকল সময়েই দেখিলাম টুপিতে ইংরাজী লেখা এক এক ব্যক্তি উপস্থিত হইয়া “ঘণ্টা