পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やWう দেবগণের মর্ত্যে আগমন পুষ্পপাত্রে কতকগুলি পুষ্প, এবং অর্ঘ্য করিবার জন্ত যৎসামান্ত আতপতঙুল রহিয়াছে। তিনি উপস্থিত হইয়াই “রামধন !”—“রামধন !” শব্দে ডাকিতে লাগিলেন। শ্রবণমাত্র বাজারের কর্তা দোকানদার এবং বারইয়ারির হেড পাও রামধন কুণ্ডু আসিয়া উপস্থিত হইল। পুরে। পূজার নৈবেদ্যাদি কই ? 婦 রাম। আজ্ঞে, যাত্রার দল আসবে না শুনে সকলেই হতাশ হয়ে পড়েছে ; কে আর নৈবেদ্য ক’রে দেয়! আপনি ঐ অর্ঘ্যের চালগুলি ভাগ করে গঙ্গাজল ও পুষ্প দিয়ে পূজা শেষ করুন। প্রতিমা বিসর্জন হ’লে দৈনিক এক সিকার হিসাবে যাহা পাওনা হয়, দেওয়া যাবে। পুরো । উত্তম মতলব ক’রেছ। পিতামহ পুজার ভাবভক্তি ও বরাদ শুনিয়া “পাজি বেটা ”—বলিয়া চড় তুলিয়া মারেন আর কি! অমনি বরুণ গা টিপিয়া নিষেধ করাতে চাপিয়া গেলেন। পুরে। যাত্রার কি হ’ল ? রাম। তারা চিঠি লিখেছে—এখানে গাইতে পারবে না। আজ লোক পাঠিয়ে ব’লে দিইচি—যে দল পায়, তাই যেন নিয়ে আসে। দেবগণ এখান হইতে যাইয়া একটি দোকানঘরে বাসা করিলেন। বরুণ রন্ধন চাপাইলে পিতামহ কহিলেন, “বরুণ । আজ কাল মর্ত্যের সৰ্ব্বত্রই কি এইরূপ ভাবের পূজা ও পুজার এইরূপ বরাদ্দ ?” বরুণ । আজ্ঞে, প্রায় সৰ্ব্বত্রই এইরূপ। তবে স্থলবিশেষে অন্তরূপ দেখা যায়। কেহ কেহ দুই তিন-খানি নৈবেদ্য এবং একখানি কুঁচা নৈবেদ্য ও দুই একটা জোড় দিয়াও পূজা করিয়া থাকে। ইন্দ্র। কুঁচা নৈবেদ্য কি ? ' বরুণ । একখানি পাত্রে অৰ্দ্ধপোয়া আন্দাজ চাউল বাহান্ন ভাগে বিভক্ত করিয়া, তাহাতে আধখানি কলা ও একখানি বাতাসা বাহান্ন খণ্ডে