○やとb- দেবগণের মর্ত্যে আগমন দেবরাজ প্রভৃতি সকলেই এক একবার চেষ্টা করিয়া দেখিলেন ; সর্বশেষে উপও অনেক টানাটানি করিল। ইন্দ্র। বরুণ! দরফ গাজি কি ? বরুণ। দরাফ খাঁ নামক এক মুসলমান গঙ্গাবাসী হইয়। এই স্থানে গঙ্গার আরাধন করেন । র্তাহারই নাম অনুসারে স্থানটকে দরফাগাজি কহে । ব্ৰহ্মা। বরুণ । দরাফ খাঁ মুসলমান হইয়া কি জন্ত গঙ্গাবাসী হইলেন ? বরুণ। কথিত আছে—দরাফ খাঁ একজন ধনাঢ্য মুসলমান ছিলেন । একদিন সন্ধ্যার পর স্থানান্তর হইতে যখন তিনি নিমন্ত্রণ খাইয়া প্রত্যাগমন করিতেছিলেন, পথিমধ্যে অকস্মাৎ অত্যন্ত বৃষ্টি হইতে আরম্ভ হইল। তাহার সঙ্গিগণ র্তাহাকে পরিত্যাগ করিয়া কে কোথায় পলায়ন করিল—তিনি কিছুমাত্র স্থির করিতে পারিলেন না । সুতরাং বৃষ্টি হইতে আত্মরক্ষার জন্ত অগত্য পথিপাৰ্শ্বস্থ শ্মশানভূমির সন্নিকটে একটা বটবৃক্ষের তলে তিনি আশ্রয় লইলেন এবং বৃক্ষোপরিস্থ ভূত ও প্রেতিনীর কথোপকথন শুনিতে লাগিলেন । প্রেতিনী কহিতেছে, “ভাই ! আমার কি বিবাহ হইবে না, চিরদিনই অবিবাহিত থাকিব ?” ভূত কহিতেছে “দিদি । অমুক গ্রামে দরাফ খাঁর ভৃত্যকে আগামী কল্য সেই বাড়ীর বুধিয়া গাই শৃঙ্গাঘাতে হত্য করিবে, সে মরিয়া ভূত হইবে। সেই ভূতের সহিত তোমার বিবাহ দিব ।” দরাফর্থ এই কথা শুনিয়া বাড়ীতে প্রত্যাগমন করিলেন ; কিন্তু কাহারও নিকট কোন কথা প্রকাশ করিলেন না। প্রাতে উঠিয়া ভৃত্যকে একটা গৃহমধ্যে বদ্ধ করিয়া দ্বারে তাল লাগাইয়া কাৰ্য্যবশতঃ স্থানান্তরে প্রস্থান করিলেন। যাইবার সময় তিনি চাবিটী ফেলিয়া গেলেন ও তৎপত্নী তাহা কুড়াইয়া রাখিলেন। এদিকে বুধিয়া দড়া ছিড়িয়া অত্যন্ত উপদ্রব আরম্ভ করিল। সে যাহার্কে দেখে, “ফেঁাস” “ফোস” শব্দে ছুটয় তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল । এক একবার নক্ষত্ৰবেগে বাটীর বাহির হইয় গঙ্গাতীরে ঘুরিয়া আসিতে লাগিল। দরাফখারপত্নী বেগতিক দেখিয়৷
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।