পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిg দেবগণের মর্ত্যে আগমন অতি সুন্দরক্সপে স্বসজ্জিত । প্রাচীরে কোরাণের বর্ণিতমত নানা রঙ্গে নানা বিবরণ পারসী অক্ষরে লিখিত হইয়াছে। দ্বারে গিন্টী করা স্বর্ণীক্ষরে এমামবাড়ীর বিবরণ লেখা আছে। নারা । বরুণ ! প্রাচীরের এদিকে এসব কি লেখা রহিয়াছে ? বরুণ। মহম্মদ মহসীন নামক এক ধনী মুসলমানের দানের বিষয় । ব্ৰহ্মা। পাঠ করিয়া আমাকে শুনাও । বরুণ। মহম্মদ মহসীন লিখিয়াছেন—আমার নাম হাজি মহম্মদ মহসীন। আমার পিতার নাম হাজি ফৈজুল্লা। এই হুগলী নগরে আমার আবাসভূমি। আমি সুস্থ ও স্বচ্ছন্দ শরীরে স্বেচ্ছামত লিখিয়া দিতেছি যে,যশোহর প্রভৃতি স্থানে আমার যে সমস্ত জমীদারী আছে, এবং হুগলীতে যে বাজার হাট আছে, আমি ঐ সমস্ত সম্পত্তি উত্তরাধিকারীর অভাবে ঈশ্বরের কাৰ্য্যে নিয়োজিত করিলাম। আমার জীবিতাবস্থায় আমার দ্বারা যে সমস্ত দানকাৰ্য্য নিৰ্ব্বাহ হইত, আমার মৃত্যুর পর ঐ সমস্ত বিষয় হইতে তদ্রুপ হইতে থাকিবে। ঐ সমস্ত দানকার্য্যের পর্য্যবেক্ষণের জন্ত আমি দুই জন .মাতয়ালি ( পৰ্য্যবেক্ষক ) নিযুক্ত করিলাম। ইহঁার পরামর্শ করিয়া সমস্ত কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতে পারিবেন । আমার বিষয়ের আয় হইতে গবৰ্ণমেন্টের রাজস্ব বাদ দিয়া যাহা অবশিষ্ট থাকিবে, তাহ নয় অংশে বিভক্ত হইবে। তন্মধ্যে তিন অংশ মহরমের দিবস ও অন্তান্ত উৎসব দিবসের জন্ত এবং ইমামবাড়ী ও মসজিদ মেরামত জন্ত ব্যয়িত হইবে । দুই অংশ মাতয়ালিদিগের নিজ ব্যয়ার্থ প্রদত্ত হইবে । তিন অংশ হইতে সরকারী লোকজনের বেতন দান এবং অপর অংশ হইতে মাসিক বৃত্তি দান করা হইবে। মাতয়ালির লোকজন নিযুক্ত বা পদচু্যত করিতে পারিবেন, এবং আপনাদিগকে অক্ষম বিবেচনা করিলে প্রতিনিধি নিযুক্ত করিয়া কাৰ্য্য চালাইতে পারিবেন। এতদৰ্থে আমি এই দানপত্র লিথিয় দিলাম। আবগুক হইলে ইহা বিচারালয়ে আমার নিদর্শন