পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন وNسولاۍ বরুণ । গরিফা নামক স্থানের চটের কল । ঐ গরিফ একটী বৈদ্যপ্রধান স্থান। ঐ স্থানে দেওয়ান রামকমল সেন জন্মগ্রহণ করেন । ব্ৰহ্মা। দেওয়ান রামকমল সেনের জীবনবৃত্তান্ত সংক্ষেপে বল । বরুণ। ইহঁর পিতার নাম গোকুলচন্দ্র সেন। ১৭৮৩ অব্দে ইনি জন্মগ্রহণ করেন। রামকমল সেন প্রথমে সংস্কৃত ভাষা শিক্ষা করেন । ১৮০৪ অব্দে এসিয়াটিক সোসাইটিতে ইহঁার বার টাকা বেতনের একটা কেরাণীগিরি কৰ্ম্ম হয় । ইহার পর ইনি কাৰ্য্যদক্ষতাগুণে কলিকাতা সংস্কৃত কলেজের সেক্রেটারী ও কাউন্সিলের মেম্বার পর্য্যন্ত হইয়াছিলেন । ক্রমে ক্রমে ইনি ইংরাজী ভাষায় বিলক্ষণ ব্যুৎপত্তি লাভ করেন এবং কলিকাতার টাকশালে দেওয়ানী পদ প্রাপ্ত হন । ইহার পর ইনি বেঙ্গল ব্যাঙ্কেরও দেওয়ান হুইয়াছিলেন। ১৮১৭ অব্দে হিন্দু কলেজ স্থাপিত হয়। ঐ বৎসরেই স্কুলবুক সোসাইট খোলা হইয়াছিল। রামকমল সেন হিন্দু, কলেজের ম্যানেজিং কমিটীর মেম্বর থাকিয়৷ এই নিয়ম করেন যে, প্রকৃত হিন্দুসস্তান ভিন্ন অপর কেহ এই বিদ্যালয়ে অধ্যয়ন করিতে পাইবেন না। ১৮৩৪ অব্দে ইহঁার ইংরাজী-বাঙ্গালা অভিধান প্রচারিত হয় এবং ১৮৪৪ অব্দে ইহঁার মৃত্যু হয়। ইহার হরিমোহন, প্যারীমোহন, বংশীধর ও মুরলীধর নামে চারি পুত্র হয়। রামকমল সেনের হিন্দুধৰ্ম্মে বিলক্ষণ বিশ্বাস ছিল । ইনি প্রতি বৎসর বাটতে দুর্গোৎসব উপলক্ষে স্বজাতীয়দিগকে নিমন্ত্রণ করিয়া আনিতেন, এবং যত্নের সহিত রাখিয়। বস্ত্রাদি প্রদানপূর্বক বিদায় দিতেন। স্বজাতীয়দিগকে সাধ্যমত অন্ন, বস্ত্র ও আশ্রয় দানে পরায়ুখ হইতেন না। উপ। বরুণ কাক । জেলখানার প্রাচীরে একটা টিকটিকি ই করিয়া রহিয়াছে দেখ। বরুণ। ওরে বাবা | জেলখানার মাকড়সাটা পৰ্য্যস্ত হঁা করিয়া থাকে। এই সময় একটা বাৰু নৌকা হইতে তীরে উঠলেন। বাবুটার সঙ্গে