পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চুচুড়া *○b-念の আসিয়া চট্টগ্রাম ও সপ্তগ্রামের উল্লেখ করিয়াছেন। এক্ষণে সপ্তগ্রামের আর কিছুই নাই, কালের পরিবর্তনে সপ্তগ্রাম একটী সামান্ত জঙ্গলপূর্ণ পল্লীগ্রামের আকার ধারণ করিয়াছে এবং শৃগাল কুকুর প্রভৃতির আবাস ভূমি হইয়াছে। অদ্যপি ঐস্থানে পুষ্করিণী ও কুপাদি খনন করিবার সময় নৌকার মাস্তুল ও ভগ্ন তক্ত প্রভৃতি পাওয়া যায়। দেবগণ গল্প করিতে করিতে অপরাহ্লে চুচুড়ায় উপস্থিত হইলেন। তাহারা বারিকের নিকটে উপস্থিত হইলে উপ চীৎকার করিয়া কহিল *বরুণ-কাকা! দেখা যাচ্চে— ওটা কি ?” চু চুড়া বরুণ। দেবরাজ, সন্মুখে দেখ চুচুড়ার বারিক। পূৰ্ব্বে এই বারিকে অসংখ্য গোরা থাকিত, এক্ষণে নৰ্ম্মাল স্কুল হইতেছে। নারা। এ নগর নিৰ্ম্মাণ করে কে ? বরুণ । - ১৬৭৫ ફ્રે অব্দে ওলন্দাজের বঙ্গদেশে বাণিজ্য করিতে আসিয়া এই নগর নিৰ্ম্মাণ করে। ১৬৮৭ সালে তাহীদের কর্তৃক এখানে একট দুর্গ নিৰ্ম্মিত হয়! উহার এই নগরে প্রায় একশত বৎসরের উপর রাজ্য করিয়াছিল। ১৮২৬ অব্দে ইংরাজদিগের নিকট হইতে সুমাত্র। দ্বীপ লইয়া এই নগর পরিত্যাগ করে । হুগলী ও চুচুড়া পরস্পর এরূপ ভাবে সংলগ্ন যে, উভয় স্থানকে এক নগর বলিলেও অত্যুক্তি হয় না। ব্ৰহ্মা। বরুণ ! সন্মুখের ও বাধাঘাট কাহার ? বরুণ। চুচুড়ার সোমেদের। ব্ৰহ্মা। তুমি তাহাদিগের বিষয় আমাকে বল । বরুণ। টুচুড়ার সোমের বহুকালের জমীদার। ৬৬৯ বৎসর গত হইল, যখন ঘোরী-বংশীয় রাজারা সম্রাটু ছিলেন, সেই সময় এই বংশীয় বলভদ্র সোম গৌড় নগরের রাজার প্রধান মন্ত্রী ছিলেন। ইনি অত্যন্ত