পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లినe দেবগণের মর্ত্যে আগমন সম্মানের পদে কৰ্ম্ম করায় তদুপযুক্ত পাত্র গোপীচন্দ্র বস্তুকে নিজ কন্স প্রদান করেন । গোপীচন্দ্র ঘোরীবংশীয় রাজসরকারের প্রধান কৰ্ম্মচারী ছিলেন। বলভদ্র সোম সাধারণ হিতকর কার্য্যের মধ্যে যশোহর জেলার পুরাতন রাস্তাটা নিৰ্ম্মাণ করাইয় দেন। এই বংশের রামচরণ সোম ডছ কোম্পানীর দেওয়ান ছিলেন । তাহার পুত্র শুামরামও পিতার কার্য্য করিতেন। ইনি নবাব সিরাজউদৌলার নিকট “বাবু” উপাধি প্রাপ্ত হন। এই মহাত্মা চুচুড়ায় দুইট স্বানের ঘাট নিৰ্ম্মাণ করেন ; তন্মধ্যে একটতে পুরুষ ও অপরটাতে স্ত্রীলোকেরা স্নান করিয়া থাকে। শু্যামরাম রাবুর পুত্রের নাম ঘনশ্রাম বাবু। ঘনশ্যাম বাবুর আট পুত্র, তন্মধ্যে পঞ্চমের নাম গোকুল বাবু। ইনি কটক জেলা বন্দোবস্তের সময় প্রধান কৰ্ম্মচারী হন। গোকুল বাবুর পুত্রের নাম বেণীমাধব সোম, ইনি ঢাকায় ছোট আদালতের জজ ছিলেন। বেণীবাবুর সৎকাৰ্য্য দর্শনে গবর্ণমেণ্ট সন্তুষ্ট হইয়া রায় বাহাদুর উপাধি প্রদান করেন। ১৮৭৮ সালে ৬০ বৎসর বয়সে বেণীবাবুর মুতু্য হয়। ইহার রাধিকালাল ও প্রিয়লাল সোম নামক দুই উপযুক্ত পুত্র আছেন। এই সময় দেবগণ দেখেন—“হমান্থম” শব্দ করিতে করিতে চারি জন বাহক একখানি শিবিক বহন করিয়া আনিতেছে। শিবিকার পশ্চাৎ পশ্চাৎ আর দুই জন বাহক ছুটিয়া আসিতেছে। পাস্কিখানি দেবগণের নিকট উপস্থিত হইলে শিবিকামধ্যস্থ বাবু চীৎকার করিয়া কহিলেন— “মাজি! পাল তুলে দে।” পশ্চাদ্ভাগের বাহক ছুটিয়া আসিয়া কহিল, “হুজুর কি আজ্ঞা করছেন ?” বাবু। পাল তুলে দে। বাহক। আজ্ঞে, এ ত নৌকো নয় । বাবু। তা হোক ব্যাটা—তবু পPল তোল! নইলে মার খাবি। পাস্কিখানি চলিয়া যাইলে পিতামহ কহিলেন, “বরুণ ! ও কি হ’লে ?” বরুণ। মাতাল মদ্যপানে মাতোয়ারা হইয়া ঐ প্রকার বলিতেছে।