পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wరిఫిwు দেবগণের মর্ত্যে আগমন কোন অধ্যাপকের নিকট কিছুকাল ব্যাকরণ শিক্ষা করিয়া কলিকাতার সংস্কৃত কলেজে যাইয়া ভৰ্ত্তি হন। তথায় ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, জ্যোতিষ, স্মৃতি, সাংখ্য, দ্যায় ও যৎসামান্ত ইংরাজি শিক্ষা করিয়া ১৮৫৭ অব্দে বিদ্যালয় পরিত্যাগ করেন এবং মাসিক ৫০ টাকা বেতনে হুগলী নৰ্ম্মাল স্কুলের দ্বিতীয় শিক্ষকের পদে নিযুক্ত হন । ইনি সংস্কৃত কলেজ হইতে দ্যায়রত্ন উপাধি প্রাপ্ত হইয়াছিলেন । ১৮৬২ অব্দে ইনি এক শত টাকা বেতনে বৰ্দ্ধমান গুরুট্রেনিং স্কুলের প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন এবং ১৮৬৫ অব্দে ১৫০ টাকা বেতনে বহরমপুর কলেজের সংস্কৃত অধ্যাপকের পদ লাভ করেন, তৎপরে হুগলী কলেজের প্রধান অধ্যাপকের পদে নিযুক্ত হইয়াছেন। ইনি অন্ধকূপ-হত্যার ইতিহাস ইংরাজী হইতে বঙ্গভাষায় অনুবাদ করিয়া প্রচার করেন। তদ্ভিন্ন ইহঁার প্রণীত অনেকগুলি পুস্তক আছে। যথা—বস্তুবিচার, বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ, রোমাবর্তী (উপন্যাস), শিশুপাঠ, এবং বাঙ্গাল ব্যাকরণ, ঋজু ব্যাখ্য', দময়ন্তী, মার্কণ্ডেয় চণ্ডীর অনুবাদ, বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব । এই শেষোক্ত গ্ৰন্থখানি ইহার প্রধান কীৰ্ত্তিস্বরূপ। এতদ্ভিন্ন ভারতবর্ষীয় ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ ও নীতিপথ নামক পুস্তক প্রচার করিয়াছেন । দেবগণ কলেজ হইতে বহির্গত হইয়া এক দিকে চলিলেন। যাইতে যাইতে একস্থানে উপস্থিত হইলে উপ কহিল, বরুণ-কাকা, ওটা কি ?” বরুণ। দেবরাজ ! সম্মুখে দেখ–ওলন্দাজদিগের গির্জা । ১৭৬৮ খৃষ্টাৰে গবৰ্ণমেণ্টের ব্যয়ে এই গির্জাটা নিৰ্ম্মিত হয়। ওলন্দাজদিগের কীৰ্ত্তির মধ্যে এই গির্জাট মাত্র অস্কাপি বর্তমান আছে। এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া বরুণ কহিলেন, “এই স্থানে ওলন্দাজদিগের দুর্গের বারিক ছিল। ঐ বারিকট ১৮২৭ অব্দে ধ্বংস হইয়াছে। এই বারিকের উত্তর দিকে আরমেনীয়দিগের গির্জ ; ঐ গির্জার সন্নিকটে ওলন্দাজদিগের গোরস্থান আছে - -