চুচুড়া ఇరినా এখান হইতে এক স্থানে যাইয় তাহার দেখেন—লোকে লোকারণ্য । এক ব্রাহ্মণ দাড়াইয়া “ভেউ ভেউ” শব্দে রোদন করিতেছে। পিতামহ র্তাহার ক্ৰন্দনে দুঃখিত হইয়া নিকটে যাইয়া বলিলেন, “বাপু ! তোমার কি হইয়াছে ?” ব্ৰাহ্মণ কহিল “মহাশয়! আমি নিতান্ত দুঃখী ব্রাহ্মণ । দু-দশট মন্ত্রশিষ্য থাকায় কোন প্রকারে কায়ক্লেশে জীবনযাত্রা নিৰ্ব্বাহ করি। আমার একটী বার তের বৎসরের অবিবাহিত কল্প ছিল। মনে মনে স্থির করিয়াছিলাম, মেয়ে বেচে যথেষ্ট টাকা লাভ করিব। অতএব আর দুই এক বৎসর রাখিয়া যদি বিবাহ দিই, ৭৮ শত টাকা মূল্য পাইতে পারিব। ঐ লোভে মেয়েটির বিবাহ দিতে বিলম্ব করিতেছি, এমন সময় আমার কাছে ‘মন্ত্র লইব’ বলিয়া একটী শিষ্যের পুত্ৰ আসিল এবং দশ পনর টাকা দিয়া প্রণাম করিল। আমি তাঁহাকে নিজ পুত্রের ন্তায় যত্ন করিয়া গৃহে রাখিয়াছিলাম। সেই বদমায়েস পাষও জুয়াচোর বেল্লিক বেটা গোপনে গোপনে আমার মেয়ের সঙ্গে সদ্ভাব করে ; গত রাত্রিতে আমার মেয়েটকে ভুলাইয়া লইয়া কোথায় পলায়ন করিয়াছে। অপরাধের মধ্যে যে ছেলেটীর সঙ্গে সম্বন্ধ করিয়াছিলাম, সে ছেলেট তত ভাল নয় বলে মেয়েটার তাহাকে বিবাহ করায় তত ইচ্ছা ছিল না ।” বলিয়া ব্রাহ্মণ গালে মুখে চড়াইতে লাগিল। পিতামহ এই কথা শুনিয়া অবাক্ ! মুখে আর বাক্য নাই ; তিনি দ্রুতপদে চলিলেন। দেবগণ কহিলেন “ঠাকুরদা কোথায় যান ?” ব্ৰহ্মা । ভাই যে স্থানে পিতা পয়সার লোভে কন্যাকে ‘ অপাত্রে বিক্রয় করে, সে স্থানে এক তিলাৰ্দ্ধ থাকা মহাপাপ । আমি এই মুহূর্তে চুচুড়া পরিত্যাগ করিব। য়্যা ! ব্যাটা বামুন কি কসাই ! পাট বেচে ? ' দেবগণ এখান হইতে এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ ! এডুকেশন গেজেট নামক সংবাদপত্র ও ভূদেব বাবুর বাট দেখুন।”
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।