চুঁচুড়া లిసిన পরীক্ষায় সৰ্ব্বোচ্চ হইয়া পারিতোষিক লাভ করিতেন। কলেজপরিত্যাগের কয়েক বৎসর পরে ইনি ৫০ টাকা বেতনে কলিকাতা মাদ্রাসা কলেজের দ্বিতীয় শিক্ষকের পদে নিযুক্ত হন। ইহার পরে ১৫০২ টাকা বেতনে হাবড়া গবর্ণমেণ্ট স্কুলের হেডমাষ্টার হইয়াছিলেন। ইহঁার স্বারা উক্ত স্কুলের বিশেষ উন্নতি হইয়াছিল । ইহার পর ইনি দক্ষিণ বঙ্গের স্কুলসমুহের ইনস্পেক্টরের পদ পান। ইহঁার বাঙ্গালা ভাষায় অত্যন্ত অনুরাগ থাকায় এই সময় “শিক্ষা-বিধায়ক” নামক একখানি পুস্তক মুদ্রিত করেন। ইহার ঐতিহাসিক উপন্যাসও এই সময় লিখিত হয়। ইহার পর হুগলীতে একটা নৰ্ম্মাল স্কুল স্থাপন করিবার প্রয়োজন হইলে ভূদেব বাবু মাসিক ৩০০ টাকা বেতনে ১৮৪৬ খৃষ্টাব্দে উক্ত বিদ্যালয়ের স্বপারিন্টেণ্ডেন্টের পদে নিযুক্ত হন। ইহার সময়ে নৰ্ম্মাল স্কুলের যথেষ্ট উন্নতি হইয়াছিল। এই সময় ছাত্রদিগের পাঠোপযোগী পুস্তকের সংখ্যা অধিক না থাকায় ইনি অনেকগুলি বাঙ্গালা পুস্তক প্রণয়ন করেন। তন্মধ্যে প্রাকৃতিক বিজ্ঞান ১ম ও ২য় ভাগ, পুরাবৃত্তসার, ইংলণ্ডের ইতিহাস, রোমের ইতিহাস ও ইউক্লিডের তিন অধ্যায় জ্যামিতি মুদ্রিত ও প্রচারিত করেন। ইহঁর ঐতিহাসিক উপন্যাস এই সময়ে মুদ্রিত হয়। ১৮৬২ অব্দে ইনি ৪০০ টাকা বেতনে প্রতিনিধি ইনস্পেক্টরের সহকারী পদ প্রাপ্ত হন । ১৮৬৩ অব্দে কর্তৃপক্ষের ইহাকে এডিসনাল ইনস্পেক্টরি পদ প্রদান করেন। ১৮৬৪ অব্দে ইনি দুই আন মূল্যের শিক্ষাদর্পণ নামক একখানি মাসিক পত্রিকা প্রচার করিয়াছিলেন। ঐ পত্র কয়েক বৎসর উত্তমরূপ চলিয়াছিল। ১৮৬৭ অব্দে বার্ষিক ৫০ টাকা বৃদ্ধির নিয়মে ইহার বেতন ৫০০ টাকা নিৰ্দ্ধারিত হয়। ১৮৬৯ অব্দে ইনি নর্থ সেন্টাল নামক নুতন ডিভিসনের ইংরাজী বাঙ্গালী সমস্ত বিদ্যালয়ের পরিদর্শকের ভার পাইয়া ডিভিসনাল ইনস্পেক্টর পদ প্রাপ্ত হন। এই পদটা এতদিন, সাহেবদিগের একচেটিয়া ছিল, ভূদেব বাবু হইতে ভাঙ্গিয়
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।