পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o e দেবগণের মর্ত্যে আগমন বাঙ্গালী মহলে আসিয়াছে। এক্ষণে ভূদেব বাবু কৰ্ম্মত্যাগ করিয়া পেন্সন ভোগ করিতেছেন । * - দেবগণ ইহার পর ষ্টেশন অভিমুখে চলিলেন। যাইতে যাইতে বরুণ কহিলেন, “১৬৩৯ অব্দে বাউটন নামক একজন ইংরাজ ডাক্তার নবাব সুলতান মুজার অন্তঃপুরস্থ কোন কামিনীর পীড়া আরোগ্য করিলে স্বজা ইংরাজদিগকে হুগলী নগরে বিনা গুল্কে বাণিজ্য করিবার আজ্ঞা দেন। তদনুসারে ১৬৪০ অব্দে ইংরাজেরা এখানে একটী কুঠি নিৰ্ম্মাণ করেন। কলিকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চার্ণক সাহেব ঐ কুঠির গবর্ণর ছিলেন । ১৬৮৬ অব্দে ইংরাজদিগের সহিত নবাব-সৈন্তের বিবাদ হওয়ায় ইংরাজের হুগলী নগর তোপে উড়াইয়া দিয়া প্রস্থান করেন। ১৭৪২ অব্দে পর্তুগীজের এই নগর ধ্বংস করে। ১৭৫৭ অব্দে পুনরায় ইংরাজদিগের স্বার। হুগলী বাঙ্গালার মধ্যে একটী প্রধান বাণিজ্যের স্থান হয়। ১৭৫৮ অব্দে ইংরাজের পুনরায় ইহাতে গোল। বর্ষণ করেন। এখানকার মিসি বড় বিখ্যাত । হুগলীর লোকের চরিত্র সাধারণতঃ মন্দ নহে। এখানকার ঘুটে-বাজারে অনেক স্ববর্ণবণিক বাস করে। উপ। কর্তা জেঠা ! জেঠাই মার জন্তে কিছু মিসি কিনে নাও না। বরুণ। ঐ যা ! টিকিট দিবার ঘণ্টা দিয়াছে। ঠাকুরদা চ’লে আমুন । দেবগণ তাড়াতাড়ি ষ্টেশনে যাইয়া চন্দননগরের টিকিট লইয়া প্লাটফরমে যাইয়। দেখেন দূরে হস্তীর শুণ্ডের স্তায় ধুম দেখা যাইতেছে। দেখিতে দেখিতে ট্ৰেণ নক্ষত্ৰবেগে ছুটয়া আসিয়া ষ্টেশনে উপস্থিত হইল। দেবতার দ্রুতপদে গিয়া ট্রেণে উঠিলেন। ট্রেণ যাত্রীদিগকে উঠাইয়া লইয়া আবার দৌড়াইতে আরম্ভ করিল এবং অনতিবিলম্বে চন্দননগর ষ্টেশনে আসিয়া উপস্থিত হইল । দেবগণ গেটে টিকিট দিয়া বাহিরে আসিলে ব্ৰহ্মা কহিলেন, “কি মজার কলই ক’রেছে। এই কোথায় ছিলাম, আবার চারি পাচ মিনিটের মধ্যে কোথায় এলাম ।”

  • ১৩৬১ সনে ইহার মৃত্যু হইয়াছে।—সম্পাদক।