পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহারাণপুর ミ> দেখিতে দেখিতে, বেলা তিনটার সময় দেবগণের এক্কা সকল সাহারাণপুরের বাজারে আসিয়া উপস্থিত হইল, এবং চতুৰ্দ্দিকৃ হইতে খাবারওয়াল দোকানদারগণ, “বাবু এদিকে আমুন, বাবু এদিকে আসুন” বলিয়া চীৎকার করিতে আরম্ভ করিল। সাহারাণপুর দেবগণ এক্কা হইতে অবতীর্ণ হইয়া নিকটস্থ একটা দোকান-ঘরে উপবেশন করিলেন। একটা ছেলে" ডাবা হকায় তামাক সাজিয়া । দেবগণের নিকটে আসিয়া “বাবু, ব্রাহ্মণের ছক দেব ?” বলিয়া পদ্মযোনির হস্তে হু কা প্রদান করিল। দেবরাজ ইন্দ্র ব্যাগ খুলিয়া গাড়োয়ানকে টাকা দিতে গিয়া বিপদে পড়িলেন। কারণ স্বৰ্গীয় টাকার পাশ কাটা এবং মহারাণী ভিক্টোরিয়ার নাম নাই ; গাড়োয়ান “এতে বিবির মুখ কই” বলিয়, তাহ প্রতাপণ করিল। তখন দেবগণ গালাইয়া বিক্রয় করিয়া দেশায় টাকা লইবেন সিদ্ধান্ত করিয়া সকলে বেণের দোকানে চলিলেন । সেখানেও মন্দ বিপদ নহে । বণিক্‌ স্বৰ্গীয় টাকার বদলে কয়েকট দেশীয় টাকা ও নোট প্রদান করিল। দেবগণ কহিলেন, “টাকা নিয়ে কাগজ দিয়ে ঠকাবে—আমাদের এত বোকা পাওনি।” তখন পোদ্দার ব্যাখ্যা করিয়া দিল, “মহাশয় ! ইহার নাম নোট; নোট ভারতবাসীদিগের বড় আদরের ধন। অতএব এই নোট ভারতবর্ষের যে প্রদেশের যে ব্যক্তিকে দিবেন, সে সন্তোষের সহিত গ্রহণ করিবে । বাড়ীতে খরচ পাঠাইবার এবং পথ-খরচের জন্ত সঙ্গে লইবার এমন সুবিধ। আর কিছুতেই নাই ।” তখন দেবরাজ মনে মনে স্থির করিলেন, “স্বর্গে যাইয়া নোট প্রচলিত করিবেন, অনর্থক স্বর্ণ রৌপ্য আর ধনাগার হইতে বাহির করিবেন না। এই ঘটনার পর সকলে আহারাদি করিয়া নগর ভ্রমণে বহির্গত