পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দননগর 8 e ol বরুণ। দেবরাজ ! চেয়ে দেখ—দায়মালি কয়েদীর ফরাসী জেলে কিরূপ দওভোগ করিতেছে। ঐ যে শৃঙ্খলাগ্রভাগে লৌহের এক একট) গোল দেখিতেছ, উহা যাহার যত বৎসর মেয়াদ, তাহাকে তদনুরূপ ভারি বহন করিতে দেওয়া হয়। ব্ৰহ্মা। বরুণ! ও দিকে ওকি ?—একটী ক্ষুদ্র কাঠ নিৰ্ম্মিত কাটগড়ার মধ্যে একজন দাড়াইয়া সূর্য্যের দিকে মুখ করিয়া চাহিয়া আছে এবং উহার মস্তকের উপর এক গাছি দড়ি ঝুলিতেছে ? বরুণ। উহা হাফ ফাঁসীর স্থান । লোকের অৰ্দ্ধ প্রাণদণ্ডের হুকুম হইলে এই স্থানে ঐক্সপ সাজা দেওয়া হয়। ইন্দ্র। হাফ ফাসী কি ? - বরুণ। অপরাধীকে সমস্ত দিন ঐ কাটগড়ার মধ্যে অতি সংকীর্ণ অবস্থায় দাড়াইয়া স্বৰ্য্যের দিকে চক্ষু মেলিয়া চাহিয়া থাকিতে হয়। স্বৰ্য্য যখন যে দিকে ফিরিবুেন, দোষী ব্যক্তিকেও তখন সেই দিকে ফিরিতে হইবে। এইরূপে স্বৰ্য্য অস্ত যাইলে সে ব্যক্তিকেও ছাড়িয়া দেওয়া হইবে । এইরূপ দওকেই হাফ ফাসী বা অৰ্দ্ধ প্রাণদও কহে । এই চন্দননগরে অনেকগুলি থানা আছে ; প্রত্যেক থানাই এক এক জন কোতোয়ালের অধীন। ঐ কোতোয়ালেরাই থানার হৰ্ত্ত কৰ্ত্ত বিধাতা। এখানে নয়টা রাত্রির পর কাহাকেও রাস্তায় বাহির হইতে দেওয়া হয় না । বিবাহাদি উপলক্ষে কিংবা কোন উৎসবাদি উপলক্ষে রাত্রিতে বেড়াইবার পাশ করিয়া লইতে হয়। বিনা পাশে রাস্তায় বাহির হইলে ভুভূম ঠোকায়। , দেবগণ এখান হইতে যাইয়া একটা বাস স্থির করিলেন এবং চারিজনে স্নান করিতে চলিলেন। উপ বাসায় থাকিয়া দ্রব্যাদি আগলাইতে লাগিল । তাহারা যাইতে যাইতে এক স্থানে উপস্থিত হইলে বরুণ কছিলেন, “পিতামহ । ফরাসীদিগের কেল্লার ধ্বংসাবশেষ দেখুন। এই কেল্লাটী নদীর পশ্চিম দিকে অবস্থিত।”